ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা’র ফাইনালে কলম্বিয়া

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা’র ফাইনালে কলম্বিয়া, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বল দখল, আক্রমণ কিংবা শট-মাঠে স্পষ্ট দাপট ছিল কলম্বিয়ার। তবে সেই দাপটের মাঝেও মেয়েদের কোপা আমেরিকার সেমিফাইনালে চোখে চোখ রেখে লড়েছে আর্জেন্টিনা। কিন্তু শেষ হাসি হাসতে পারেনি লিওনেল মেসির দেশের মেয়েরা। ইকুয়েডরের কুইটোতে সোমবার রাতে ম্যাচের নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। একই সঙ্গে নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও।

শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে কলম্বিয়া। পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার পাউলিনা গ্রামালিয়ার শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন গোলরক্ষক ক্যাথরিন তাইপে। এরপরও জমে ওঠে টাইব্রেকার। কলম্বিয়ার মারিয়া রামিরেজের শট ফিরে আসে বার কাঁপিয়ে। কিন্তু এরপর আর ভুল করেনি কলম্বিয়ানরা। ষষ্ঠ শটে ওয়েন্ডি বোনল্লিয়া বল জালে পাঠান। এরপর আর্জেন্টিনার এলিয়ানা স্টাবিলি গোল করতে ব্যর্থ হলে উল্লাসে মেতে ওঠে কলম্বিয়ান শিবির। জয় নিশ্চিত করেই যেন শিরোপার গন্ধ পাচ্ছে তারা।

সেমিফাইনালের পর কলম্বিয়ান গোলরক্ষক ক্যাথরিন তাইপে জানিয়ে দেন, ‘আমরা ফাইনালে জায়গা করে নিয়েছি, অলিম্পিকেও যাচ্ছি—এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো নয়। দল হিসেবে আমরা যেটা চেয়েছি, সেটা পেয়েছি। এখন লক্ষ্য একটাই—ট্রফি।’

আরও পড়ুন

উল্লেখ্য, আগের আসরেও ফাইনালে উঠেছিল কলম্বিয়া, তবে সেবার ব্রাজিলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার চতুর্থবারের মতো ফাইনালে ওঠেই চায় ট্রফির স্বাদ নিতে। দ্বিতীয় সেমিফাইনাল হবে বুধবার। যেখানে মুখোমুখি হবে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও চমক দেখানো উরুগুয়ে। শেষবার ২০২২ সালে এই কলম্বিয়াকেই ১-০ গোলে হারিয়ে অষ্টম শিরোপা জিতেছিল ব্রাজিলিয়ানরা।
ইকুয়েডরের কুইটো শহরে ৩ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রবীণ নেতাকে অপমান করায় বাগাতিপাড়া তোলপাড়

লালমনিরহাটের হাতীবান্ধায় মাটিতে পড়ে থাকা তারে জড়িয়ে খামারির মৃত্যু

প্রাথমিকের শিক্ষার্থীরাই শিক্ষিত হয়ে আগামীর নেতৃত্ব দিবে : ডিসি নীলফামারী

রংপুরে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পৃথক হত্যা মামলার রায়ে নওগাঁয় দুই শিশুর আটকাদেশ