নাটোরের বড়াইগ্রামে ওয়ার্কশপে চুরি সংঘটিত

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার মিশন মার্কেট সংলগ্ন কালিকাপুরের মনোজ কুমার সরকারের প্রেমচাঁদ এন্টারপ্রাইজ ওয়ার্কশপে চুরি সংঘটিত হয়েছে। গত রোববার দিবাগত রাত ৪টায় ঘটনাটি ঘটে।
মনোজ কুমার জানান, গত রোববার রাত ১২টায় ওয়ার্কশপ বন্ধ করে বাড়িতে যান তিনি। পরের দিন গতকাল সোমবার সকালে এসে দেখেন ওয়ার্কশপের তালা ভাঙা ও চার লক্ষাধিক টাকার দ্রব্যাদি চুরি হয়ে গেছে। চোরদল তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং পিকআপযোগে ওয়ার্কশপের দ্রব্যাদি-ওয়েল্ডিং মেশিন ৪টা, কার্টার মেশিন ২টা, সিলিন্ডার ২টা, আরগন কার্টার মেশিন ২টা নিয়ে পালিয়ে যায়। এলাকার সিসি ক্যামেরায় একটি পিকআপ গাড়ির ঘুরাঘুরি দেখা গেছে।
আরও পড়ুনথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারোয়ার হোসেন জানান, চুরির ব্যাপারে ওয়ার্কশপের মালিক মনোজ কুমার সরকার গতকাল সোমবার থানায় জিডি করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মন্তব্য করুন