ভারতকে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৯ জুলাই) বহু প্রতীক্ষিত একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন না হলে এই শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি।
এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারত কী ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক দেবে? উত্তরে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি তাই মনে করি। ভারত আমার বন্ধু, তবে তারা কঠিন। তিনি বলেন, ‘তারা ২৫ শতাংশ শুল্ক দেবে’। যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার সোমবার সিএনবিসিকে বলেন, ‘ভারত কিছু বাজার খুলে দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। আমরাও আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তবে, চুক্তিটি সম্পন্ন করতে আরও আলোচনার প্রয়োজন হবে।’
ট্রাম্প প্রশাসন বাণিজ্য আলোচনায় বারবার জোর দিয়েছে যুক্তরাষ্ট্র যেন অন্যান্য দেশের ‘বন্ধ বাজারে’ প্রবেশের সুযোগ পায়। যদিও দুই দেশের পক্ষ থেকেই নির্দিষ্ট কোন ‘অবরোধের বিষয়’ তুলে ধরা হয়নি। ভারতের বাণিজ্যমন্ত্রী অবশ্য আশাবাদী মনোভাব দেখিয়েছেন, ট্রাম্প ঘোষিত ১ আগস্টের সময়সীমার আগেই চুক্তি হতে পারে বলে। ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ককে খুব কঠিন বলে উল্লেখ করে আসছেন। তিনি অভিযোগ করেছেন, ভারত আমদানি শুল্কে অন্যান্য দেশের তুলনায় বেশি চার্জ করে, যা মার্কিন পণ্যের জন্য বাজারে প্রবেশ কঠিন করে তোলে।
আরও পড়ুনফেব্রুয়ারির ১৩ তারিখে মোদির সঙ্গে সাক্ষাতের আগে তিনি বলেন, ‘তারা আমাদের ওপর যে শুল্ক আরোপ করে, সেটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।’ তিনি আরও বলেন, আমি মোদিকে বলেছি, ‘তোমরা আমাদের সঙ্গে ঠিকভাবে আচরণ করছ না’।
গত ২ এপ্রিল ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ ‘পারস্পরিক শুল্ক’ নির্ধারণ করেছিলেন, যদিও পরে তা স্থগিত করা হয়। তবে এবার ফের তা কার্যকর করার হুমকি দিয়েছেন তিনি। ভারতের শুল্ক ছাড়াও যুক্তরাষ্ট্র বিশেষভাবে আপত্তি তুলেছে ভারতের ‘নন-টারিফ ব্যারিয়ার’, যেমন ডিজিটাল সার্ভিসে কর, কঠোর আমদানি বিধিনিষেধ এবং “অস্বাভাবিকভাবে জটিল” পরীক্ষার নিয়মের বিরুদ্ধে। ২০২৪ সালের বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র গত বছর ভারত থেকে ৮৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে, ভারত আমদানি করেছে ৪২ বিলিয়ন ডলারের পণ্য। ভারত থেকে আসা শীর্ষ পণ্যের মধ্যে রয়েছে ওষুধ, মোবাইল ও টেলিযোগাযোগ যন্ত্রপাতি এবং পোশাক।
মে মাসে ট্রাম্প দাবি করেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ‘জিরো ট্যারিফ’ দিতে রাজি হয়েছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এই দাবি ‘অত্যন্ত আগাম’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। আলোচনা জটিল ও বহুস্তর বিশিষ্ট। খবর : সিএনএন
মন্তব্য করুন