ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জে বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকানমালিককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকানমালিককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অফিস ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের একজন দোকানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

আজ বুধবার (৩০ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ ১২ জন জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের ছেলে।

অভিযুক্তরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী।

নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেলের ভাষ্যমতে, সকালে ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার (৭০) ও তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০) এবং বেনু হাজির ছেলে আলম (৪৫), সাদ্দামসহ (৩৫) ৬-৭ জন তার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্টের পর বিএনপির পার্টি অফিস করার জন্য জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া নেন তোতা মেম্বার। অফিসটি স্থানীয়দের কাছে বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অফিস হিসেবে পরিচিত ছিল।

আরও পড়ুন

আজ সকালে পার্টি অফিসের বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে ‌‘বিএনপির অফিসের জন্য কীসের ভাড়া দেবো’ বলেন তোতা মেম্বার। এসময় কথা-কাটাকাটির একপর্যায়ে তোতা মেম্বারকে ধাক্কা দেন জাহাঙ্গীর। পরে তোতা মেম্বারের অনুসারী ও তার ছেলেরা জাহাঙ্গীরকে ধরে পার্টি অফিসে নিয়ে মারধর করেন।

এসময় জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে গেলে অভিযুক্তদের কয়েকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘সেখানে কয়েকটি দোকান মিলে একটি অফিস করা হয়েছে। দোকানগুলোর একটি অংশ জাহাঙ্গীরের। সকালে তিনি দোকানের ভাড়া চাইতে গেলে সেখানে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে মাহমুদুর রহমান সুমনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অডিও-ভিডিও ভাইরাল

যখনই বিয়ে করব, অভিনয় ছেড়ে দেব : তানিয়া বৃষ্টি

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে কানাডা: মার্ক কার্নি

বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস!

দায়িত্ব পালনের পথে প্রাণ গেল পুলিশ সদস্যের

গাজায় আরও ১০৪ ফিলিস্তিনিকে হত্যা