ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

ইংল্যান্ড-ওয়েলসে ফের জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

ছবি : সংগৃহীত,ইংল্যান্ড-ওয়েলসে ফের জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ড ও ওয়েলসে টানা দ্বিতীয়বারের মতো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘মুহাম্মদ’ নাম। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে, ২০২৪ সালে সবমিলিয়ে ৫ হাজার ৭১২ জন শিশুর নাম ‘মুহাম্মদ’ রাখা হয়েছিল।

অপরদিকে দ্বিতীয় জনপ্রিয় নাম ছিল নোয়াহ। গত বছর ইংল্যান্ড-ওয়েলসে ৪ হাজার ১৩৯ টি শিশুর নাম নোয়াহ রেখেছিলেন তাদের বাবা-মা। এরপর যথাক্রমে রয়েছে অলিভার, আর্থার এবং লিও।

২০২৩ সালে প্রথমবার নোয়াহ নামকে টপকে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে মুহাম্মদ নামটি। অপরদিকে দেশ দুটিতে মেয়ে শিশুদের ক্ষেত্রে অলিভিয়া নামটি শীর্ষস্থানে রয়েছে। এরপর যথাক্রমে আছে অ্যামেলিয়া, লিলি, ইসলা এবং ইভি।

যুক্তরাজ্যে ১৯২৪ সালে প্রথম ‘মোহাম্মদ’— ইংরেজিতে ‘Mohammad’ নামটি সর্বপ্রথম জনপ্রিয়তার সেরা ১০০ তালিকায় জায়গা করে নেয়। ওই বছর এটি ৯১তম জনপ্রিয় নাম ছিল। তবে এর কিছুদিন পর নামটির ব্যবহার কমে যায়।

১৯৬০ সালের দিকে মুহাম্মদ নামটি আবারও জনপ্রিয় হওয়া শুরু করে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও অন্যান্য দ্বন্দ্বের পর অনেক অভিবাসী ব্রিটেনে আসার পর সেখানে নামটির প্রচলন আবার শুরু হয়।

তবে তখন থেকে ‘মোহাম্মদের’ বদলে ‘মুহাম্মদ’ নামটি জনপ্রিয় হতে শুরু করে। ইংরেজিতে যা ‘Muhammad’ হিসেবে লেখা হয়। ১৯৮০ সালের দিকে মুহাম্মদ নামটি আবারও জনপ্রিয়তার সেরা একশরও মধ্যে চলে আসে।

আরও পড়ুন

ব্রিটেনে মুসলিম অভিবাসীর সংখ্যা বৃদ্ধি ‘মুহাম্মদ’ নাম সবচেয়ে জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে প্রভাব রেখেছে বলে ধারণা করা হয়।

অপরদিকে আর্থার এবং আর্চি এখনো ব্রিটেনে জনপ্রিয় নাম হিসেবে রয়ে গেছে। এছাড়া জর্জ এবং থিয়োডরের মতো পুরোনো নামগুলো এখনো সেরা ১০-এ রয়েছে।

কিন্তু রজার, স্টিভ, কলিন এবং কেইথের মতো নামগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো সেরা একশর মধ্যেও নেই।

সূত্র: দ্য এক্সপ্রেস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় বাংলা স্লোগান বাংলাদেশের, ভারতে চলবে না: শুভেন্দু অধিকারী

সমাবেশে যোগ দিতে ২০ কোচের বিশেষ ট্রেন ভাড়া করেছে ছাত্রদল

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা:জাগপা'র

গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপনে ঢাকায় বাইসাইকেল শোভাযাত্রা

নভোএয়ারের নতুন পরিচালক সোহেল মজিদ

ব্যাচেলর সাংবাদিকদের বাস্তবতার এক হৃদয়ছোঁয়া প্রতিচ্ছবি— দেরি করে আসবেন