দুদকের মামলায় ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলসহ অভিযুক্ত ২৪ জন

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক সৈয়দ আতাউল কবির।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীর তোপখানা রোডের ৩৩ দশমিক ৫৬ শতাংশ জমি ও ভবন ২০৭ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকায় কেনাবেচা করেন। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ৪৫ কোটি টাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও পরিচালক এম এ খালেক ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও অজ্ঞাত ব্যক্তিদের নামে হস্তান্তর করে অপরাধলব্দ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান গোপন করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করে দুর্নীতি প্রতিরোধ আইন, দন্ডবিধি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
আরও পড়ুনমামলায় অন্য আসামিরা হচ্ছেন, ফারইস্টের সাবেক পরিচালক মো. হেলাল মিয়া, শারিয়ার খালেদ, মিসেস নাজনীন হোসেন, খন্দকার মোস্তাক মাহমুদ, ডা. মো. মনোয়ার হোসেন, কে এম খালেদ, এম এ খালেক, প্রফেসর ড. ইফফাৎ জাহান, মো. মিজানুর রহমান. মোজাম্মেল হোসেন, মিসেস রাবেয়া বেগম, ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন, কাজী ফরিদ উদ্দিন আহমেদ, মো. হেমায়েত উল্লাহ, সৈয়দ আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার আমির হোসেন, তাসলিমা ইসলাম, সাবিহা খালেক, সারওয়াৎ খালেদ সিমিন, মো. আজহার খান, মো. সোহেল খান, গোলাম কিবরিয়া ও এস এম মোর্শেদ।
মন্তব্য করুন