ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

তানোরে মাটি খুঁড়ে মিলল ১১ লাখ টাকা

তানোরে মাটি খুঁড়ে মিলল ১১ লাখ টাকা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার সাবরেজিস্ট্রি অফিসে জমি বিক্রেতার কাছ থেকে চুরি হওয়া ১১ লাখ টাকা মাটি খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে চোরকেও।

গত বুধবার দুপুরে উপজেলার বাধাইড় ইউনিয়নের একান্নপুর গোয়ালপাড়া জোড়পাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে আরজেদ আলী ওরফে কুরহান আলীর (৩৫) বাড়ি থেকে মাটি খুঁড়ে চুরি হওয়া টাকা উদ্ধার করা হয়। পুলিশ কুরহানকে গ্রেফতার করে বিকেলে আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর শিরোইল মঠপুকুর এলাকার মৃত রবিউল হকের স্ত্রী মাবিয়া খাতুন তার জমি বিক্রি করতে গত সোমবার তানোর উপজেলার সাবরেজিস্ট্রি অফিস যান। এদিন জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে তিনি সাবরেজিস্ট্রি অফিসে বসে ছিলেন। টাকার ব্যাগ চেয়ারের পাশে রেখে মোবাইলে কথা বলছিলেন। এ সময় কুরহান আলী কৌশলে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। মোবাইলে কথা বলা শেষে মাবিয়া খাতুন দেখেন চেয়ারের পাশে রাখা টাকার ব্যাগ নেই।

মাবিয়া খাতুনের কান্নাকাটিতে হৈচৈ পড়ে যায় সাবরেজিস্ট্রি অফিসে। শেষে সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি টাকার ব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যাচ্ছে। মাবিয়া খাতুন ওই দিনই তানোর থানায় চুরির অভিযোগ দায়ের করেন। পুলিশ খোঁজখবর নিয়ে কুরহানকে শনাক্ত করেন।
গত মঙ্গলবার দিনগত গভীর রাতে বাধাইড় ইউনিয়নের একান্নপুর গোয়ালপাড়া জোড়পাড়া গ্রামের বাড়ি থেকে কুরহানকে আটক করে পুলিশ।

আরও পড়ুন

তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, কুরহানকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে টাকার ব্যাগ চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে, গত বুধবার দুপুরে তার বাড়ির পেছনের মাটি খুঁড়ে টাকার ব্যাগ উদ্ধার করা হয়েছে। এই টাকা আদালতের মাধ্যমে মালিক মাবিয়া খাতুনের কাছে হস্তান্তর করা হবে।

কুরহান পুলিশকে জানায়, টাকার ব্যাগ নিয়ে যাওয়ার পর কাউকে না জানিয়ে তিনি বাড়ির পেছনে মাটি খুঁড়ে ব্যাগটি পুঁতে দেন। সব কিছু স্বাভাবিক হলে ব্যাগটি তুলে টাকা খরচ করতেন কিন্তু ধরা পড়ে যাবেন এটা তিনি ভাবেননি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মুক্তি পাচ্ছে ‘উড়াল’

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ হাসপাতালে দুদক’র অভিযান

এটকিনসনের ৫ উইকেট, ২২৪ রানে অলআউট ভারত

যুক্তরাষ্ট্রে ৮২৯ কিলোমিটার দীর্ঘ বজ্রপাত, বিশ্বে রেকর্ড

হাজারীবাগে জমি নিয়ে বিরোধে মধ্যরাতে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৫

ট্রলার ডুবে সাগরে নিখোঁজের ৭ দিন পর ভেসে এলো জেলের মরদেহ