নাটোরের সিংড়ায় অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় অজ্ঞাত পরিচয়ে মুখ বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। পরে লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইটালী ইন্দ্রাশন গ্রামের মাঝামাঝি পাজাগাড়ী নামক স্থানে পাকা রাস্তার পূর্বপাশে ধানের জমি থেকে লাশ উদ্ধার করা হয়।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জনৈক রবিউল ইসলাম রবুর জমিতে অজ্ঞাত পরিচয় এক পুরুষের বয়স অনুমান ২৫ বছর মৃতদেহ পড়ে থাকা অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন