বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলস দুই কারবারি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চকনরসিং বিলাশবাড়ি গ্রামের হাসেম আলীর ছেলে তারিকুল ইসলাম সজিব (৩০) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী দেওরা গ্রামের বুদা চন্দ্র বর্মনের ছেলে সুজিত চন্দ্র বর্মন (৩২)।
পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের শাহিনের পোল্ট্রি খামারের পাশে ও শাওইল বাজারের নয়নের বাড়ির পিছনে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে,এমন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ উল্লেখিত স্থানে পৃথক অভিযান চালান।
আরও পড়ুনঅভিযানে ৬৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তারিকুল ইসলাম সজিবকে এবং ১০পিসসহ সুজিত চন্দ্র বর্মনকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফারকৃতদের বিরুদ্ধে থানায় দুইটি মাদক আইনে মামলা রুজু করে আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন