বগুড়ার সোনাতলায় ৩৮ শতক জমির ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় আজ শুক্রবার (১ আগস্ট) ৩৮ শতক জমির ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়গাছা ইউনিয়নের জোড়গাছা গ্রামে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১ আগস্ট) বেলা আনুমানিক ১০ টায় ওই গ্রামের মৃত আমজাদ হোসেন মন্ডলের ৫ ছেলে ৩৮ শতক জমিতে ১০ দিন আগে আমন ধানের চারা রোপন করে।
একই এলাকার মোদাচ্ছের হোসেন মিন্টু মন্ডলের ছেলে মহিদুল হাসান লেলিন (৪৮) ও তার ছোট ভাই নিপু (৪৫) সহ ২০-২৫ জনের একদল মুখ চেনা ব্যক্তি ওই জমিতে গিয়ে রোপনকৃত ধানের চারা উপড়ে ফেলে। এসময় আল ইমরান, ফিরোজ মন্ডলের লোকজন বাধা দিলে তাদেরকে প্রাণ নাশের হুমকি দেয় বলে থানায় অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুনএ ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
মন্তব্য করুন