বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আবু হাসান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরের সুঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন প্যানেল চেয়ারম্যান-২ ও ৮নং ওয়ার্ডের সদস্য আবু হাসান। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক মাসুম আলী বেগের অফিস আদেশে প্যানেল চেয়ারম্যান-১ নুরনবী মন্ডল হিটলারের স্থলে আবু হাসানকে পুনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।
জানা যায়, ৫ আগস্টে সরকার পতনের পর শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ ২ মাসের ছুটি নিয়ে কর্মস্থলে যোগদান না করায় প্যানেল চেয়ারম্যান-১ নুরুন্নবী মন্ডল হিটলারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। পরবর্তীতে অধিকাংশ মেম্বারগণ তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন।
তদন্তে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রমান মিললে স্থানীয় সরকার মন্ত্রনালয় প্যানেল চেয়ারম্যান-১ কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন সংক্রান্ত অফিস আদেশ তার অংশটুকু বাতিলপূর্বক স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার ১৯ আগস্ট ২৪ তারিখের পরিপত্র এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী আবু হাসানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয়।
আরও পড়ুনপরবর্তীতে নুরন্নবী হিটলার উচ্চ আদালতে রিট দায়ের করেন। আদালত রিট আবেদন গ্রহণ করে ৬ মাসের জন্য আবু হাসানের দায়িত্ব পালনে স্থগিতাদেশ প্রদান করেন। পরবর্তীতে আবু হাসান চেম্বার আদালতে রিট টু আপিল দায়ের করেন।
রিট টু আপিলের রায়ের প্রেক্ষিতে আদালত পুনরায় আবু হাসানকে দায়িত্ব পালনের আদেশ প্রদান করেন। সেই প্রেক্ষিতে গত ৩১ জুলাই বৃহস্পতিবার সুঘাট ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
মন্তব্য করুন