ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

ইউএনওর স্বাক্ষর জালিয়াতি, পদ হারালেন উপজেলা জামায়াত আমির

ইউএনওর স্বাক্ষর জালিয়াতি, পদ হারালেন উপজেলা জামায়াত আমির, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর স্ক্যান করে জমা দেয়া ১৩টি নিয়োগ ফাইলে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা জামায়াতের আমির হাছেন আলীর বিরুদ্ধে।এই অভিযোগের পর ৩১ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। এরপর ওই দিন রাতেই পদ থেকেও তাকে অব্যাহতি দিয়েছে জামায়াতে ইসলামীর জেলা কমিটি।

কারণ দর্শানোর নোটিশের বিষয়টি জানাজানির পর রাতেই জরুরি বৈঠক ডেকে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা আমির আবু তাহের।

বৈঠকে হাছেন আলীর পরিবর্তে সেক্রেটারি রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেয়া হয়েছে। জানা গেছে, কলেজটি এমপিওভুক্ত হওয়ার পর অধ্যক্ষ পদ নিয়ে বিরোধ শুরু হয়। মোট চারজন অধ্যক্ষ দাবিদার থাকায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন শিক্ষক-কর্মচারীরা। এ অবস্থায় ২০২৪ সালের ৫ আগস্ট দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় কিছু নীতিগত পরিবর্তনের সুযোগে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও শামীম মিঞা চলতি বছরের ১৩ মে হাছেন আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করেন।

আরও পড়ুন

এরপর নতুন শিক্ষক-কর্মচারী দেখিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ১৩টি নিয়োগ ফাইল পাঠান হাছেন আলী। অভিযোগ উঠেছে, এসব ফাইলে ইউএনওর স্ক্যান করা স্বাক্ষর বসিয়ে অনুমোদন নেয়ার চেষ্টা করা হয়।হাতীবান্ধার ইউএনও শামীম মিঞা বলেন, ‘আমি ওই নিয়োগ ফাইলে স্বাক্ষর করিনি। আমার অনুমতি ছাড়াই স্বাক্ষর স্ক্যান করে পাঠানো হয়েছে। এটি জালিয়াতি। তাই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ তবে এ বিষয়ে জানতে একাধিকবার ফোনে চেষ্টা করেও হাছেন আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১২ হাজার টাকায়

দাঁতের ক্ষয় থেকে হতে পারে মুখের ক্যানসার !

মাইকেল জ্যাকসনের নোংরা মোজার দাম ৮ হাজার ডলার

তেলআবিবকে ‘ভুতুড়ে শহর’ বানিয়ে দেওয়ার হুমকি

রামুতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত

সাবা-বাঁধনের দ্বন্দ্বকে ‘ড্রামাবাজি’ বললেন অরুণা বিশ্বাস