ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. আরিফুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে যান তিনি। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর দেখে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত আরিফুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়। তিনি নির্মাণাধীন ভবনটিতে মোজাইক বসানোর কাজ করতেন।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত  চিকিৎসক নিংতম জানান, বেলা ১১টার দিকে কয়েকজন শ্রমিক তাকে গুরুতর আহত অবস্থায় মেডিকেলে নিয়ে আসেন। তার মুখে আঘাতের চিহ্ন ছিল এবং দাঁত পড়ে গিয়েছিল। কিভাবে হয়েছে জানতে চাইলে, ওই শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন বলে তারা জানায়। আমি অবস্থা খারাপ দেখে তখনই তাকে এনাম মেডিকেলে পাঠিয়ে দিই।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনটির নির্মাণের দায়িত্বে রয়েছে অনিক ট্রেডিং কর্পোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 

অনিক ট্রেডিং কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, দুপুরের দিকে আমাকে ফোন দিয়ে জানানো হয় একজন শ্রমিক ভবন পড়ে গেছে। তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। পরে সন্ধ্যায় জানতে পারি তিনি মারা গেছেন। বর্তমানে আমাদের নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। ধারণা করছি, হয়তো অসাবধানবশত এ দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনাব মোঃ আতাউর রহমান ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক

সাউথইস্ট ব্যাংকের  ১১ টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন

বগুড়া দুপচাঁচিয়ায় মানব পাচার মামলার আসামিসহ গ্রেফতার দুই

শিগগিরই সৌদির সঙ্গে চুক্তি হবে: আসিফ নজরুল

হিউম্যানিটি অব বাংলাদেশের মেডিকেল ক্যাম্পে আমিনুল হক: “অসহায় মানুষের পাশে থাকতে হবে সামাজিক উদ্যোগেই

দিনাজপুরের বোচাগঞ্জে শত্রুতা মূলকভাবে গাছ কাটার অভিযোগ