ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

নাটোরের নলডাঙ্গায় রেলসেতু পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় রেলসেতু পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু। প্রতীকী ছবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় রেলসেতু পারাপারের সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. নোমান মৃধা (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নলডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন বারনই রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান উপজেলার মাধনগর জোয়ার্দারপাড়া (মৃধাপাড়া) গ্রামের মো. বাবলু মৃধার ছেলে। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল এবং বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার বিকেলে নোমান নামে ওই কিশোর তার নানা বাড়ি নলডাঙ্গা পৌরসভার ধোবাপুকুর গ্রামে আসার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়।

আরও পড়ুন

পথে সন্ধ্যার কিছু সময় আগে বারনই ব্রিজ সংলগ্ন স্থানে পুলিশ-সেনাবাহিনীর চেকপোস্টে গাড়ি তল্লাশি দেখে নিরাপদ হেফাজতে মোটরসাইকেলটি রেখে রেলসেতু হয়ে পায়ে হেঁটে ধোবাপুকুর গ্রামের দিকে যাচ্ছিল। এরই মধ্যে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি এসে পড়ে। এ সময় নোমান সেতুটির শেষ মাথায় পৌঁছালেও তাড়াহুড়ো করতে গিয়ে পা পিছলে রেললাইনের ওপর ছিটকে পড়ে এবং ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ওসি বলেন, ঘটনাস্থল যেহেতু রেল পুলিশের আওতায়, তাই সান্তাহার জিআরপি পুলিশকে অবহিত করা হয়েছে। তারা বিষয়টি দেখবেন। তবে ঘটনার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তার ছিন্ন ভিন্ন মরদেহ উদ্ধার করে নলডাঙ্গা স্টেশন প্লাটফর্মে রেখে দেন। সান্তাহার জিআরপি পুলিশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন অভিনয় ছাড়তে চান তানিয়া বৃষ্টি

দিনাজপুরের হাকিমপুর চিকিৎসককে মারপিটের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের ১০ জন গ্রেফতার

জীবন বাঁচাতে ব্রেক ফেল করা বাস থেকে লাফ, চাকায় পিষ্টে নিহত যাত্রী

কিছু লোক বিদেশে টাকা পাচারের জন্যই কারখানা করেছেন : রাজশাহীতে উপদেষ্টা সাখাওয়াত

হবিগঞ্জে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

আজ মাছরাঙ্গায় গান শোনাবেন ফাহমিদা নবী