ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

টটেনহামের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছিন্ন করছেন সন হিউং মিন

টটেনহামের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছিন্ন করছেন সন হিউং মিন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টটেনহাম হটস্পার অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মের পর প্রিমিয়ার লিগ ক্লাবের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছিন্ন করছেন তিনি। 

শনিবার ৩৩ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান তারকা এই কথা জানান। ২০২৬ সাল পর্যন্ত সনের বর্তমান চুক্তির মেয়াদ। গত মে মাসে স্পারদের ১৭ বছরে প্রথম ট্রফি এনে দেন তিনি। ইউরোপা লিগ ফাইনালে ম্যানইউকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। ২০১৫ সালে বেয়ার লেভারকুসেন থেকে নর্থ লন্ডন ক্লাবে যোগ দেন সন। পরের গন্তব্য কোথায় সেটা তিনি জানাননি। তবে ব্রিটিশ মিডিয়ার খবর- মেজর লিগ সকার ক্লাব লস অ্যাঞ্জেলসে যাচ্ছেন এই ফরোয়ার্ড।

রবিবার সিউলে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে প্রাক মৌসুমের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সন বললেন, ‘এই মৌসুমে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্তের একটি এটি। একটি ক্লাবের সঙ্গে ১০ বছর ফুটবল খেলা আমার জন্য খুব গর্বের ব্যাপার। আমি এই দলকে প্রতিদিন আমার সবটুকু দিয়েছি।’

আরও পড়ুন

৪৫৪ ম্যাচে টটেনহামের হয়ে ১৭৩ গোল করেছেন সন। ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জেতেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কেন দেখা হলো না’য় ভিন্ন এক রিচি

গাইবান্ধার পলাশবাড়ীতে নারীকে নির্যাতনের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না: নাহিদ

স্বামীকে অপহরণের নাটক সাজিয়ে চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেফতার ৬

অস্কারের নতুন প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেলর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু