নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃগড়িলা গ্রামে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যক্তির স্ত্রী মোছা. রোজিনা বেগম গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার সময় মো. আরিফুল ইসলাম (৩৮) নামের মৎস্য ব্যবসায়ী স্থানীয় রেফাতুল্লাহ মণ্ডলের দোকান থেকে হেঁটে নিজ বাড়িতে ফেরার পথে তার শ্বশুর মো. আব্দুল হাই প্রাং এর বাড়ির গেটের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিত ভাবে তার ওপর হামলা চালানো হয়।
এ সময় তার ভাতিজা মো. জায়েদ আলী (২৪), বড় ভাই মো. রবিউল করিম (৪৮) এবং ভাবি জয়নব বেগম (৪০) আরিফুল ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আরও পড়ুনএ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আসমাউল হক (ওসি) বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন