ঢাকায় ছাত্রদল ও এনসিপির সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ ঘিরে আজ ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। নগরীর বিভিন্ন রাস্তায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।রোববার ঢাকার শাহবাগ মোড়ে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘ছাত্র সমাবেশ’ করবে বিএনপি সমর্থিত ছাত্রদল।
এনসিপি সমাবেশ করবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে সমাবেশ করবে দলটি। তারা জানিয়েছে, সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।
জামায়াতে ইসলামী সমর্থিত সাইমুম শিল্পীগোষ্ঠীও সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ নামে অনুষ্ঠান করছে। এসব সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ব্যাপক জনসমাগম ঘটতে পারে। এ কারণে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ এলাকায় কিছু সড়কে ডাইভারশন দেওয়ার পাশাপাশি যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুনডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ ও আশপাশের এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। পাশাপাশি এদিন এইচএসসি পরীক্ষা থাকায় জনদুর্ভোগ এড়াতে ডাইভারশন পরিকল্পনা ঘোষণা করেছে পুলিশ।
মন্তব্য করুন