ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

শাহবাগে ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ শুরু

শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু, ছবি: মির্জা সম্রাট রেজা ।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে শাহবাগে সমাবেশ শুরু করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত দিয়ে ছাত্র সমাবেশ শুরু হয়েছে ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।


রোববার বিকেলে ৩টা ১৫ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, দলের সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতারাও এসময় উপস্থিত ছিলেন। এদিকে সরেজমিনে দেখা যায়, দুপুর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও তাতে দমে যাননি ছাত্রদলের নেতাকর্মীরা।

বরং বৃষ্টির মধ্যেই স্লোগান আর মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে আসতে থাকেন। সমাবেশকে ঘিরে শাহবাগ ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। তাদের কণ্ঠে শোনা যায় গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগান। এদিকে মূল মঞ্চের এক পাশের ব্যানারে স্থান পায় জুলাই আগষ্টের অভুথ্যানের সময় ও বিগত ফেসিস্ট শাসন আমলে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে শহীদ হওয়া বিএনপির নেতাকর্মীদের ছবি দেখা যায়।

আরও পড়ুন

সমাবেশকে কেন্দ্র করে জনদুর্ভোগ কমাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল ৬ দফা নির্দেশনা জারি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না; সকল ইউনিটকে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে; কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুল্যান্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে সহযোগিতা করতে হবে; কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না; ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না; সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে ত্যাগ করতে হবে।

ছাত্রদলের এই কর্মসূচিটি প্রথমে জাতীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল এবং এর অনুমতিও ছিল। তবে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে সমাবেশটি শাহবাগে স্থানান্তর করা হয়েছে। সমাবেশের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য ছাত্রদল আগাম দুঃখ প্রকাশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন

অটোরিকশা চার্জ দি‌তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

মুজিববাদী সংবিধান ভেঙে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি: সারজিস

শেখ হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেবো না : মির্জা ফখরুল

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি ও ভালোবাসি:প্রধান শিক্ষিকা