ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

নতুন হত্যা মামলায় সাবেক তিন মন্ত্রী গ্রেপ্তার

নতুন হত্যা মামলায় সাবেক তিন মন্ত্রী গ্রেপ্তার, ছবি: সংগৃহীত।

জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর কদমতলী থানার শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ (১৮) হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।আজ তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক মো. আরিফ হোসাইন গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই কদমতলী থানা এলাকায় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ আন্দোলনে অংশ নেন। ঘটনার দিন বিকাল ৪টায় আসামিদের ছোঁড়া গুলি তার মুখের সামনের অংশ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় গত ৮ নভেম্বর কদমতলী থানায় মামলা হয়। এ মামলায় রাশেদ ৭, ইনু ৮ ও পলক ৯ নম্বর এজাহারনামীয় আসামি।

আরও পড়ুন

গত বছরের ১৪ আগস্ট রাতে পলককে গ্রেফতার করা হয়েছে। ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেফতার করে পুলিশ। ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার পাশাপাশি, সরকারের ভালো বিষয়গুলোও দেখুন : অর্থ উপদেষ্টা

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ সিলেটে

গাজায় একদিনে আরও ১১৯ ফিলিস্তিনিকে হত্যা

নাটোরে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা

‘জুলাই সনদ নিয়ে বিএনপি সহযোগিতা করছে না, এমন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে’

এনসিপি’র বিকশিত হওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা প্রশ্নবিদ্ধ : টিআইবি