বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে “টেলিভিশন সাংবাদিকতা: অনুশীলন ও বাস্তবতা”বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে “টেলিভিশন সাংবাদিকতা: অনুশীলন ও বাস্তবতা” শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
সেমিনারে সুশান্ত সিনহা টেলিভিশন সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, নৈতিকতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, তাৎক্ষণিকতা ও নির্ভরযোগ্যতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ডিজিটাল যুগে সাংবাদিকতা দ্রুত রূপ পরিবর্তন করছে। টেলিভিশন সাংবাদিকতায় উপস্থাপন কৌশল এবং মাইক-স্ক্রিপ্ট-ভিডিওর সমন্বয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি তার পেশাগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং কীভাবে প্রতিকূল পরিবেশে সংবাদ সংগ্রহ করতে হয়, সেসব বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেন। এছাড়াও ভিডিওচিত্রের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকদের অফিস ও মাঠ পর্যায়ে কাজের বিভিন্ন দিক তুলে ধরেন।
সেমিনারে সভাপতিত্ব করেন জেসিএমএস বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেসিএমএস বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন, তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা ও ফাতেমা-তুজ-জোহরা।
আরও পড়ুনশাতিল সিরাজ বলেন, এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে সহায়তা করে। ক্লাসরুম ও ল্যাবে শেখা বিষয়গুলোর বাইরে সাংবাদিকতার মাঠপর্যায়ের বাস্তবতা জানতে এটি সহায়ক ভূমিকা রাখবে।
সেমিনারে অংশগ্রহণকারী শেষ বর্ষের শিক্ষার্থী ফারিহা জামান সুহানা বলেন, আমাদের পড়াশোনা শেষের পথে। ইন্টার্নশিপের আগে পেশাগত জীবনের বাস্তবতা সম্পর্কে জানতে পারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেমিনারে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপস্থিত শিক্ষার্থীরা এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাংবাদিকতা বিষয়ক বাস্তবমুখী জ্ঞান অর্জনে বিশেষভাবে সহায়ক বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মন্তব্য করুন