ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

একের পর এক চ্যানেলে ব্যস্ত ইয়াসমিন লাবণ্য

ইয়াসমিন লাবণ্য

অভি মঈনুদ্দীন ঃ ইয়াসমিন লাবণ্য একাধারে একজন নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা। কখনো কখনো তিনি তার প্রিয়জনদের কাছে একজন সুপরার্শকও বটে। তাদের খুউব কাছের যারা বিপদে আপদে পড়েছেন, তার কাছে পরামর্শ চেয়েছেন তিনি এই বয়সেই নির্দ্ধিধায় এতো সুন্দর পরামর্শ দিয়েছেন বা সমাধানের পথ দেখিয়ে দিয়েছেন যাতে করে তারা সমাধানের পথ খুঁজে পেয়েছেন।

লাবণ্য তার নিজের জীবনের ক্ষেত্রেও নিজের বুদ্ধিমত্তাকেই সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করেন। যে কারণে তার আশেপাশের সবাই তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবেই বিবেচনা করেন। তবে লাবণ্য’র কাছের মানুষেরা এবং তার শ্রোতা ভক্তরা তাকে বেশি বেশি গানেই আশা করেন। তিনি উপস্থাপনায় কিংবা নাচে নিয়মিত হলেও গানটাকে যদি তিনি আরো একটু বেশি গুরুত্ব দিতে পারতেন তবে হয়তো এই প্রজন্মের শিল্পীদের মধ্যে নিজের সিগনেচারটা অনায়াসেই তৈরী করে নিতে পারতেন। কারণ তার রয়েছে মিষ্টি একটা কন্ঠ। তবুও গান নিয়ে বেশি ভালো ব্যস্ত তিনি।

এরইমধ্যে বৈশাখী টিভির ‘গোল্ডেন সং’এ গেয়েছেন তিনি ‘ভুলে গেছি সুর’,‘ না বলে এসেছি’,‘ চোখে চোখে কথা বলো’,‘ আমি যে তোমার কে’,‘ শ্রাবণ এ সন্ধ্যায়’ গানগুলো। শিগগিরই তার পর্বটা প্রচারে আসবে। আবার এশিয়ান টিভি’র সরাসরি গানের অনুষ্ঠান ‘এশিয়ান মিউজিক’-এ গেয়েছেন ‘ছিলে তুমি আঁধারে’ ,‘ শুধু গান গেয়ে পরিচয়’,‘ আবার কখন কবে’,‘ তুমি মিষ্টি করে’,‘ যে প্রেমে স্বর্গ থেকে’,‘ চোখে চোখে কথা বল’,‘ তোমার আকাশ দুটি’,‘ না বলে এসেছি’,‘ কে প্রথম কাছে এসেছি’ গানগুলো। এছাড়াও মাছরাঙ্গা টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী’র বিশেষ একটি পর্বের উপস্থাপনা করেছেন তিনি। সামনে আরো বেশ কয়েকটি চ্যানেলে সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবশেন করবেন।

এছাড়াও রেকর্ডেড অনুষ্ঠানেও গান গাইবেন। লাবণ্য নিজেও চান গানে বেশি ব্যস্ত হয়ে উঠতে। কিন্তু নাচ এবং উপস্থাপনাও তাকে এতো ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছে যে চাইলেও তিনি সেখান থেকে বেরিয়ে এসে শুধু গানে নিজেকে ব্যস্ত করে তুলতে পারবেন না।

আরও পড়ুন

লাবণ্য বলেন,‘ গান গাইতেই আমার বেশি ভালোলাগে। এই ভালোলাগাটা যে কেমন তা আমি স্বল্প শব্দে আমার অনুভূতিটা প্রকাশ করতে পারবো না। গানের কারণেই জীবনটা অনুভব করতে শিখেছি। তাই গানটাকেই বেশি গুরুত্ব দেই আমি সবসময়।’

লাবণ্য’র কন্ঠে সর্বশেষ শ্রোতাপ্রিয় গান ছিলো অভি মঈনুদ্দীনের লেখা ও সুর করা ‘চাইনা হৃদয় ভেঙ্গে যাক’ গানটি। লাবণ্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও ইউনিভার্সিট অব ডেভলপম্যান্ট অলটারনেটিভ থেকে সঙ্গীতে মাস্টার্স করেছেন। মাস্টার্সে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। বুলবুল ললিতকলা একাডেমি থেকে আট বছরের নাচের কোর্স সম্পন্ন করার পর ২০১২ সাল থেকে ‘সৃষ্টি কালচারাল সেন্টার’- এ ভরত নাট্যমে প্রশিক্ষণ নিচ্ছেন। বেশকিছু সিনেমাতেও তিনি প্লে-ব্যাক করেছেন। উল্লেখ্য, লাবণ্য ২০১৫ সাল থেকে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে সিনিয়র নৃত্যশিল্পী (বর্তমানে) হিসেবে কর্মরত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাইয়ে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী চিকিৎসকের ভুলে হাসপাতালে কাতরাচ্ছে শিশু

দেশে হার্টের রিংয়ের দাম কমালো সরকার

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক : মোর্শেদ মিল্টন

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সংবাদপত্রের অফিস ছুটি

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার