উত্তরাখণ্ডে হড়কা বান-ভূমিধসে নিখোঁজ অন্তত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে ভয়াবহ ক্লাউডবার্স্টের কারণে সৃষ্ট হড়কা বান ও ভূমিধসে অন্তত ৫০ জন নিখোঁজ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাজ্যের খীর গঙ্গা নদীর জলাধার এলাকায় এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে পানির প্রবল স্রোত বয়ে এসে উত্তরকাশীর থারালি গ্রামে প্রবেশ করছে এবং বহু বাড়িঘর ভেসে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার ভিডিও ধারণ করেছেন। তাদের পোস্ট করা ভিডিওতে আতঙ্কিত লোকজনের চিৎকার শোনা যায়।
উত্তরকাশী পুলিশ পানির প্রবল স্রোতে আশপাশের এলাকার ধ্বংসযজ্ঞের কিছু ছবি পোস্ট করে স্থানীয় বাসিন্দাদের নদী থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে। পুলিশ বলেছে, এই ঘটনার পর সবার নদী থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করা উচিত।
আরও পড়ুনমন্তব্য করুন