ভিডিও মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

জয়দেবপুর রেল জংশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

জয়দেবপুর রেল জংশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে জুলাই অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে নির্মাণ হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন সাধারণ যাত্রীদের জন্য কর্নারটি উদ্বোধন করেন।

জেলা প্রশাসক নাফিসা বলেন, মুগ্ধ কর্নারটি গাজীপুরের সাধারণ মানুষের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে মুগ্ধের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই উত্তরার আজমপুরে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনলাসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন।

মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঠিক আগে মুগ্ধ এর বিস্কুট ও পানি বিতরণের একটি ভিডিও সেসময় আন্দোলনের আগুনে ‘ঘি’ ঢেলেছিল। তার মৃত্যু ঘিরে তোলপাড় হয়েছিল দেশজুড়ে।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান ও পুলিশ সুপার যাবের সাদেক প্রমুখ।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে ৬৯টি আইডিয়ার মধ্যে এ আইডিয়াটি চুড়ান্ত হলে গাজীপুর জেলা পরিষদ ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

জয়দেবপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষেয়মান যাত্রীরা মুগ্ধ সুপেয় পানির কর্নার স্থাপনকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে রেলওয়ে স্টেশনগুলোতে বিশুদ্ধ পানির অভাব। গাজীপুর জেলা পরিষদ থেকে এ কর্নারটি নির্মাণ করায় সাধারণ যাত্রীদের বিশুদ্ধ পানির অভাব অনেকটা লাঘব হল।

একই দিন সকালে জেলার বিভিন্ন স্থানে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও বঙ্গ তাজ অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও যোদ্ধাহতদের সম্মেলন এবং বিভিন্ন ধর্মীয় উপসালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে গাঁজার গাছসহ মহিলা আটক

বিজয় শোভাযাত্রায় যোগ দিয়ে যুবদল নেতার মৃত্যু

ম্রুনাল ঠাকুরের সঙ্গে ধানুষের প্রেমের গুঞ্জন

২০২৬ সালেই দুবাইর আকাশে উড়বে উড়ন্ত ট্যাক্সি  

জাপানে চলতি গ্রীষ্মে তাপমাত্রার নতুন রেকর্ড 

দিনাজপুরের নবাবগঞ্জে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০