দিনাজপুরের কাহারোলে পাটের ফলন ভাল দাম পেয়ে খুশি কৃষক

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে এবার পাটের ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে হাট-বাজারগুলোতে নতুন পাট বিক্রি শুরু হয়েছে। গত কয়েক বছরের তুলনায় পাটের দাম বেশি হওয়ায় পাট চাষিদের মনেও জেগেছে আনন্দ।
গত রোববার সকাল ১০টায় উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ হাটে গিয়ে দেখা যায়, পাট চাষিরা হাটে পাট বিক্রির জন্য ভ্যানসহ অন্যান্য যানবাহন করে নিয়ে এসেছেন বাজারে। পাট ব্যবসায়ীরা জানান, প্রতি মণ পাট ৩ হাজার ৫শ’ থেকে ৩ হাজার ৬৫০ টাকা পর্যন্ত কিনছেন তারা। পাট চাষি আনন্দ মোহন রায় জানান, তিনি এ মৌসুমে ১ বিঘা জমিতে পাট চাষ করে দাম পেয়েছেন ৪০ হাজারের অধিক। পাট চাষে উৎপাদন খরচ বাদ দিয়ে প্রায় ২৭ হাজার টাকা লাভ হয়েছে তার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৩৫০ হেক্টর জমিতে পাট চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উপজেলা পাট অধিদপ্তরের সহকারী পাট কর্মকর্তা মো. আশরাফ আলী জানান, উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ২ হাজার ৫শ’ জন চাষিকে পাট চাষে সহায়ক হিসেবে ১ কেজি করে পাট বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে।
আরও পড়ুনউপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। বাজারে গত বছরের তুলনায় এ বছর পাটের মণ প্রতি প্রায় ১ হাজার টাকা বেশি পাচ্ছেন কৃষকরা। এছাড়াও পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রনোদনা দেওয়া হয়েছে। কৃষি বিভাগ পাট চাষিদের সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছেন বলেও জানান তিনি।
মন্তব্য করুন