ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক ১৩ বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক ১৩ বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তে বিএসএফ’র হাতে আটক পাঁচ পুরুষ, দুই নারী এবং সাত শিশুসহ ১৩ জন বাংলাদেশীকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভাতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

তারা হলেন- রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের শুবত চন্দ্র রায়ের ছেলে মহেষ চন্দ্র রায় (৫৫), বলিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের মৃত শামসুল হকের ছেলে রব্বানি (৩৫), একই গ্রামের রব্বানির ছেলে রাফি (৯), শামসুল হকের ছেলে মমিুনুর রশিদ (৩০), মামুন রশিদের স্ত্রী সোহানা খাতুন (২২), মামুনুর রশিদের মেয়ে সাহেরা খাতুন (৬), মামুনুর রশিদের ছেলে নুর নবী (৪), মামুনুর রশিদের ছেলে (৩), বালিয়াডাঙ্গী উপজেলার সারগা বস্তি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মামুন (২৮) মামুনের স্ত্রী ময়না বেগম (৩০), মামুনের ছেলে রহমতুল্লাহ (৪), মামুনের ছেলে মোসারফ (১২), হরিপুর উপজেলার ভৈষাগজ রুহিয়া গ্রামের জালালের ছেলে ওয়ালিদ (২০)।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় সীমান্তের ৩৬২ পিলার এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের অভ্যন্তরে ৮৭ বোররা বিএসএফ’র হাতে আটক হন তারা। ওই দিন রাত ৮টায় কোম্পানি পর্যায়ে সীমান্তের ৩৫৬নং মেন পিলার এলাকার দনগাঁও নামক স্থানে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

পতাকা বৈঠকে ৫০ বিজিবি’র বুজরুক বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার রিয়াজুল হক এবং ভারতের ৮৭ বিএসএফ বোরকা ক্যাম্পের  কোম্পানি কমান্ডার এসআই সিয়াম বাবু যাদব দেন। এসময় বিএসএফ কর্তৃক আটক ১৩ বাংলাদেশীকে বিজিবি’র কাছে হস্তান্তর করলে রাত সাড়ে ৯টায় বিজিবি তাদের হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, আটককৃতরা বৈধ কোন কাগজপত্র ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত 

ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে প্রধান উপদেষ্টার চিঠি

গণ-অভ্যুত্থানের ১৯ মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ

পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় তরুণের ‘আত্মহত্যা’

বিচ্ছেদের পথে সাইফ আলি খান-কারিনা, পাকিস্তানি সাংবাদিকের দাবি

মেসিকে ছাড়াই মায়ামিকে জেতালেন ডি পল-সুয়ারেজরা