থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘বখাটেপনা ঠেকাতে স্কুল কর্তৃপক্ষ আমাদের অবহিত করে একটি চিঠি দিয়েছেন। এর পর থেকেই স্কুলগেট এলাকায় টহল জোরদার করা হয়েছে।
বখাটেদের উৎপাত ঠেকাতে স্কুলে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

কুমিল্লার লালমাই উপজেলার শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে। বিদ্যালয় চত্বর ও গেটসংলগ্ন এলাকায় বখাটেপনা, উত্ত্যক্ততা, মাদকসেবীদের আড্ডা এবং সন্দেহজনক চলাচল রোধে থানায় চিঠি দিয়েছে ও গেটে টাঙিয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত একাডেমিক কার্যক্রম চলবে। বিকেল ৪টা ২০ থেকে মাগরিবের আজান পর্যন্ত মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত থাকবে।
এই সময়সীমার বাইরে বিদ্যালয় এলাকায় অযাচিত জমায়েত, মাদকসেবন বা বখাটেপনার চেষ্টা করলে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৬ আগস্ট বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক লিখিতভাবে লালমাই থানার ওসিকে বিদ্যালয় এলাকায় পুলিশি নজরদারি বাড়াতে চিঠি দিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির আহমদ জানান, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ রক্ষায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। বিশেষ করে রাতের বেলায় বহিরাগতদের আনাগোনা রোধে থানায় লিখিতভাবে জানিয়েছি।
আরও পড়ুনবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘স্কুল ক্যাম্পাসে রাতের বেলায় মাদক সেবন ও বখাটেপনা বন্ধে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়ে বিদ্যালয়ের মেইন ফটকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয়কে নজরদারির অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির হারানো সুনাম ফিরিয়ে আনতে আমরা এলাকার সব শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ এবং অর্ধবার্ষিক পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার দিয়ে উৎসাহিত করা হচ্ছে বলেও জানা গেছে।
মন্তব্য করুন