ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

আসন্ন এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিলো পাকিস্তান!

আসন্ন এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিলো পাকিস্তান!

স্পোর্টস ডেস্কঃ  ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাবটা ক্রীড়াজগতে বেশ ভালোই প্রভাব ফেলেছে। সেটা হোক ক্রিকেট কিংবা অন্য কোনো খেলা। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়া, অংশগ্রহণ নিয়ে সমালোচনা কিংবা নিষেধাজ্ঞা প্রদানের ঘটনাগুলো যেন নিয়মিত হয়ে উঠেছে। এবার এশিয়া কাপ হকির ২০২৫ সালের আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।

২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগীরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ হকি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে সরে আসায় ভারত এখন বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা সংবাদমাধ্যম ‘দ্য হিন্দুকে’ বলেন, আসলে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) বুধবার এশিয়ান হকি ফেডারেশনকে একটি চিঠিতে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা এশিয়া কাপে অংশ নিতে পারবে না। আমরা এখন বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।

 

তিনি আরও বলেন, ভারত সরকার পাকিস্তান দলকে ভিসা দিতে প্রস্তুত থাকলেও, পাকিস্তান হকি ফেডারেশন নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুর্নামেন্টে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।

দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল। পাকিস্তান এমনকি টুর্নামেন্টটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার প্রস্তাবও দিয়েছিল। যদিও ভারত সরকার জুলাইয়ের শুরুতেই তাদের আশ্বস্ত করেছিল যে, ভারতে আসায় কোনো বাধা নেই তাদের।

আরও পড়ুন

জুলাইয়ের শেষ দিকে জানা যায় পাকিস্তান ভিসার আবেদন করেছে। তবে সাম্প্রতিক এক সরকারি নির্দেশনায় পাকিস্তানের ক্রীড়া সংস্থাগুলোকে জানানো হয়, ভারতে কোনো আমন্ত্রণ গ্রহণের আগে সরকারের অনুমতি নিতে হবে।

এই সিদ্ধান্তের ফলে চেন্নাই ও মাদুরাইয়ে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও সংশয় দেখা দিয়েছে। এর আগেও উরি ও পাঠানকোটে হামলার পর ২০১৬ সালের জুনিয়র বিশ্বকাপে অংশ নেয়নি পাকিস্তান।

পাকিস্তান সর্বশেষ ভারত সফর গিয়েছিল ২০২৩ সালে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেই টুর্নামেন্টে ছয় দলের মধ্যে পঞ্চম স্থানে ছিল তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে : মুফতী রেজাউল করিম

বগুড়া গাবতলীর পীরগাছায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ উদ্বোধন করলেন সাবেক এমপি লালু

দিনাজপুরের চিরিরবন্দরে নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নীলফামারীর সৈয়দপুরে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ