ঢাকা প্রিমিয়ার লিগে ফিরছে বিদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্কঃ শুরুতে করোনা পরে বিসিবির নিয়মের কারণে ঢাকা প্রিমিয়ার লিগে বিদেশি ক্রিকেটার খেলানো বন্ধ ছিল এক মৌসুম। দুই বছর পর বিদেশি ক্রিকেটার আসার পথ আবার খুলছে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা।
শুধু ডিপিএলেই নয়, ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ফরম্যাটের আসর জাতীয় লিগেও বিদেশি খেলার অনুমতি দিচ্ছে টুর্নামেন্ট কমিটি। এতে প্রায় ২০ বছর পর এনসিএল খেলতে পারবেন বিদেশি ক্রিকেটাররা।
অবশ্য কমিটি চাইছে প্রতি দলে একজন করে বিদেশি খেলানো হোক। কিন্তু বেশ কয়েকটি ক্লাব দুজন বিদেশি খেলানোর অনুমতি চেয়েছে। দর্শক আগ্রহ, টুর্নামেন্টের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য বিদেশি ক্রিকেটারদের ফেরানোর কথা ভেবেছে বিসিবি।
আরও পড়ুনক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র সভাপতি মাসুদুজ্জামান জানিয়েছেন, “বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি ক্রিকেটার খেলানোর অনুমতি দেওয়া হচ্ছে। অনেক ক্লাব দুজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে চায়। কিন্তু আমরা লোকাল ক্রিকেটারদের কথা ভেবে একজনের অনুমতি দিতে চাচ্ছি। দুজন বিদেশি খেললে লোকাল ক্রিকেটারদের সুযোগ কমে যাবে।”
ডিপিএল শুরুর সম্ভাব্য সময় আগামী বছর ফেব্রুয়ারীতে। এমনিতে চলতি বছরও ঈদের আগে রোযার সময় খেলা হয়েছিল। তবে আগামী বছর জাতীয় নির্বাচনের বিষয় আছে। সেক্ষেত্রে বিদেশি ক্রিকেটার আনা এবং খেলা যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে সংশয় থাকতে পারে। মাসুদুজ্জামান অবশ্য জাতীয় নির্বাচনের সময় হলেও খেলা মাঠে গড়ানোতে কোন সমস্যা দেখছেন না।
মন্তব্য করুন