ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

প্রেমিকা-ইস্যুতে দুই বার্সা তারকা গাভি–লোপেজের বন্ধুত্বেও ফাটল

প্রেমিকা-ইস্যুতে বার্সার দুই তারকা গাভি–লোপেজের বন্ধুত্বেও ফাটল

বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে বেড়ে উঠেছেন দুজন। বর্তমানে একসঙ্গে খেলছেন সিনিয়র দলেও। কিন্তু পাবলো গাভি ও ফারমিন লোপেজের সেই শৈশবের বন্ধুত্বে নাকি ফাটল ধরেছে।

এর নেপথ্যে দুজনের প্রেমিকার মাঝে বিবাদের বিষয়টি ভূমিকা রেখেছে বলে উঠে এসেছে গণমাধ্যমে। এমনকি বার্সার ড্রেসিংরুমে এই দুই তারকা নাকি এখন অনেকটাই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন

 
গত ৫ আগস্ট ২১তম জন্মদিন পালন করেছেন বার্সার স্প্যানিশ মিডফিল্ডার গাভি। কিন্তু বিশেষ ওই মুহূর্তেও কোনো শুভেচ্ছা জানাননি ফারমিন। বার্সেলোনার খুব কম খেলোয়াড়ই আছেন, যারা গাভিকে ওই সময় শুভকামনা জানানি। এরপর দুজনের মাঝে তিক্ত সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে। এরই ভেতর প্রেমিকাদের মাঝে বিবাদের কারণে গাভি-ফারমিনের বন্ধুত্বে ফাটল ধরার কথা উল্লেখ করেছে ইতালিয়ান ক্রীড়া দৈনিক কোরিয়েরে দেল্লো স্পোর্ট।
 
 
প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে গাভি-ফারমিনের দূরত্ব নিয়ে তাদের ভক্তরা নানা গুঞ্জন ও আলোচনা তুলেছেন। এরই মাঝে ফারমিনের বান্ধবী বার্টা গ্যালার্দো ও গাভির প্রেমিকা আনা পেলায়োর বিবাদে বিষয় উঠে আসে। দুজনের মাঝে বাদানুবাদও হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই মাঝে গাভির সঙ্গে দূরত্ব তৈরি নিয়ে আলোচনায় হাওয়া লাগে ফারমিনের একটি পোস্টে। নাটকীয়ভাবে কিছুক্ষণ বাদেই তিনি সেটি মুছে ফেলেন।
 
 
 
ওই পোস্টে ফারমিন লেখেন, ‘খারাপ মানুষেরা কখনও জেতে না, যারা অন্য পথ অবলম্বন করে, তারাও নয় এবং যারা নিজেদের জীবনধারার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং আদর্শের প্রতি কাপুরুষোচিত হয়। এটা শুধুই সময়ের ব্যাপার। তারা প্রতিদিনই হারে। কারণ, প্রতিদিন সকালে তারা যে ছদ্মবেশ ধারণ করে এবং দ্রুত হোক কিংবা দেরিতে বিশ্বের সামনে তাদের আসল চেহারাটা বেরিয়ে আসে।’ ওই বার্তায় কাকে উদ্দেশ্য করে কী বলতে চেয়েছেন তা স্পষ্ট না হলেও, অনেকের মতে এটি গাভির সঙ্গে সাম্প্রতিক ফাটল ধরা সম্পর্কের ইঙ্গিত। এর পেছনে দুই প্রেমিকা জড়িত বলে তাদের সমালোচনায়ও মেতেছেন দুই বার্সা তারকার ভক্তরা।
 
ইতালিয়ান গণমাধ্যমের তথ্যমতে আনা এবং বার্টা যথাক্রমে গাভি ফারমিনের প্রেমিকা। তাদের মাঝে অনেক বিষয়ের মিল আছে। ফুটবলারকে প্রেমিক হিসেবে গ্রহণ করা ছাড়া দুজনের জন্ম ও বেড়ে ওঠা স্পেনের সেভিয়ায়। এ ছাড়া দুজনই আবার ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন। আনা-বার্টা উভয়ই সেভিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন, যদিও বার্টা আইন বিষয় পড়াশোনা ছেড়ে সামাজিক মাধ্যমেই বেশি সময় দেওয়ার বিষয়ে ভাবছেন। অন্যদিকে পড়াশোনা চালিয়ে যেতে চান আনা। গাভির বোন অরোরাসহ পরিবারের অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তার।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে বার্টা-আনা’র কথার লড়াই এবং তারই ফল হিসেবে গাভি-ফারমিনের বন্ধুত্বে তিক্ততা এসেছে বলে মনে করা হচ্ছে। যার অংশ হিসেবে সম্ভবত গাভির জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠাননি ফারমিন। দুজনই বার্সেলোনার স্কোয়াডে দারুণ প্রতিভা। মিডফিল্ডে গাভি এবং আক্রমণভাগের খেলোয়াড় ফারমিন স্পেন জাতীয় দলেও খেলছেন একই সময়ে। এর আগে এক সাক্ষাৎকারে দুজনের বন্ধুত্ব নিয়ে ফারমিন বলেছিলেন, ‘১২ বছর বয়স থেকে আমাদের বন্ধুত্ব। সম্পর্কটা ভাইয়ের মতো, আমি তার (গাভি) প্রতি কৃতজ্ঞ, সে আমাকে অনেক সাহায্য করেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ১৬ অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ নির্মাণ হতে যাচ্ছে

আমাদের লক্ষ্য হলো হলগুলোকে শিক্ষাবান্ধব ও রাজনীতিমুক্ত পরিবেশে ফিরিয়ে আনাঃ ঢাবি উপাচার্য

বন্ধের পথে কক্সবাজার সৈকতের ‘লাইফ গার্ড’ কার্যক্রম

মুন্সীগঞ্জে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু

ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৫০তম সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত