ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

‘ফিলিস্তিনি পেলে’র মৃত্যুতে উয়েফা’র বার্তায় ক্ষুব্ধ সালাহ

‘ফিলিস্তিনি পেলে’র মৃত্যুতে উয়েফা’র বার্তায় ক্ষুব্ধ সালাহ,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেমান আল-ওবেইদ গত বুধবার (৬ আগস্ট) গাজায় ইসরাইলি দখলদার বাহিনির গুলিতে নিহত হয়েছেন। রাফাহয় মানবিক সহায়তার অপেক্ষায় ছিলেন আল-ওবেইদ। ঠিক তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় দখলদার বাহিনী। এ ঘটনায় উয়েফা সুলেমান আল-ওবাইদের প্রতি শ্রদ্ধা জানালেও উল্লেখ করেনি তার মৃত্যুর প্রেক্ষাপট। আর এ জন্যই উয়েফা’র ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন লিভারপুল ও মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ।

সুলেমান আল-ওবেইদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে উয়েফা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক সংক্ষিপ্ত পোস্টে তাকে স্মরণ করে উয়েফা লিখেছে, ‘এক প্রতিভা, যিনি অন্ধকারতম সময়েও অসংখ্য শিশুকে আশা জুগিয়েছেন।’এর জবাবে সালাহ লিখেছেন, ‘আপনারা কঅ বলতে পারেন, তিনি কীভাবে, কোথায় এবং কেন মারা গেছেন?’ স্বভাবতই তিনি উয়েফার পোস্টে ‘ইসরায়েলি’ বর্বরতার কথা উল্লেখ না থাকার সমালোচনা করেছেন।

আরও পড়ুন

সালাহ’র করা এমন প্রশ্নের জবাবে উয়েফার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ৩৩ বছর বয়সি সালাহ অতীতে গাজায় মানবিক সহায়তা প্রবেশের পক্ষে সরব ছিলেন। প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে তিনি বহুবার সহিংসতার নিন্দা জানিয়েছেন। এদিকে সুলেমান আল-ওবেইদ’ই এই সময়কালে নিহত একমাত্র ক্রীড়াবিদ নন। গত মাসেই ৩৯ জন ক্রীড়াবিদ, স্কাউট ও তরুণ নেতাকে হত্যা করেছে ইসরাইলি দখলদার বাহিনী। গণহত্যা শুরুর পর থেকে ফিলিস্তিনের ক্রীড়া ও যুব সম্প্রদায়ের শহিদের সংখ্যা ৬৬০ ছাড়িয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের দগ্ধ ৫জন

ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

ইতিহাস গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল

ঋণের কিস্তির টাকা না দেওয়ায় হাত-পা বেঁধে বাবাকে হত্যাচেষ্টা

জয়পুরহাট সরকারি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গত জুলাই মাসে কুমিল্লায় মোট মামলা ৪৭৫টি