জয়পুরহাট সরকারি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাট সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল, প্রকৌশল ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় ১১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল শনিবার দুপুরে জয়পুরহাট সরকারি কলেজের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
জয়পুরহাট সরকারি কলেজের প্রফেসর মো. গোলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম শফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কাজী ইমরুল কায়েসসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকমন্ডলীরা। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
আরও পড়ুনমন্তব্য করুন