গুলশানে আবির হত্যা , প্রথম ফাইনাল রিপোর্টের নারাজির শুনানি হয়নি

জুলাই গণ-অভ্যুত্থানে সংগঠিত হত্যার ঘটনায় করা মামলাগুলোর মধ্যে প্রথম ফাইনাল রিপোর্টের (চুড়ান্ত প্রতিবেদন) বিরুদ্ধে করা নারাজির আবেদনের শুনানি হয়নি। আগামী ৮ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
রবিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন। পুলিশের দেওয়া ওই প্রতিবেদন বাতিল ও মামলার পুনঃতদন্ত চেয়ে আদালতে নারাজি আবেদন করেন ঢাকার ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক দিদার।
আরও পড়ুনতিনি বলেন, ‘বাদী বা সাক্ষীদের কোনো ধরনের জবানবন্দি নেওয়া হয়নি। সাক্ষ্য-প্রমাণ সবই বিদ্যমান আছে। মাত্র ৬০ দিনের তদন্তে আসামিদের অব্যাহতির সুপারিশ জানিয়ে অতি গোপনে আদালতে ফাইনাল রিপোর্টটি দাখিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবীকে বিষয়টি কোনোভাবেই জানানো হয়নি। আমি প্রায় সাত মাস পর আকস্মিকভাবে জিআর শাখায় গিয়ে বিষয়টি জেনেছি। এটি সহজেই অনুমেয় যে, তদন্তকারী কর্মকর্তা মনগড়া ও আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে এ মামলার ফাইনাল রিপোর্ট দিয়েছেন। ফলে ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে নারাজির আবেদন করেছি। গত বছরের জুলাই মাসে রাজধানীর গুলশানে শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবির হত্যা মামলায় মাত্র ৬০ দিনের তদন্তেই সব আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দিয়েছে পুলিশ। এতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতা-কর্মীসহ সব আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। Ezoic জুলাই হত্যাকাণ্ডের কোনো মামলায় এটিই প্রথম চূড়ান্ত প্রতিবেদন। মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বিকেল ৪টার দিকে গুলশানের কালাচাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আন্দোলরত শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবিরকে গুলি করে হত্যা করা হয়। গুলশান এলাকার আওয়ামী লীগ নেতা ও বিতর্কিত ব্যবসায়ী তানভীর আলীর নির্দেশে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই হামলা চালান। এ ঘটনায় নিহত আবিরের বন্ধু হাসান মাহমুদ বাদী হয়ে ১৮ আগস্ট আদালতে মামলা করেন। আদালত আবেদনটি এজাহার হিসেবে গ্রহন করতে গুলশান থানাকে নির্দেশ দেন। এতে তানভীর ও বাবুলসহ মোট ১০ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।
মন্তব্য করুন