বগুড়ার কাহালুতে ৭ জুয়াড়ি গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানা পুলিশ ৭ জুয়াড়িকে গ্রেফতার করে করেছে। আজ রোববার (১০ আগস্ট) বিকেলে পুলিশ উপজেলার কালাই ইউনিয়নের তিনদীঘী বাজার এলাকা থেকে টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় আসর থেকে ৭ জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতাকৃতরা হলো, কাহালু উপজেলার কালাই ইউনিয়নের বড় ভাদাহার গ্রামের মৃত আবুল সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫),মৃত মমতাজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৫৫), মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪৫),পিলকুঞ্জ ফকিরপাড়া গ্রামের বসারত আলীর ছেলে আলী হাসানের ভুট্টু (৪৫),ভাদাহার নয়াপাড়ার মৃত আবু জাফরের ছেলে মো.আইনুদ্দিন (৫০), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার খেওনি বিন্যচাপড় গ্রামের মৃত মইনুদ্দিন প্রাং এর ছেলে ফরিদ হোসেন প্রাং(৪৫) এবং একই গ্রামের মৃত মিরাজ সোনারের ছেলে সাইফুল ইসলাম (৪৭)।
আরও পড়ুনএ রিপোর্ট লেখার সময় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাহালু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
মন্তব্য করুন