ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট, ২০২৫, ০৮:৫১ রাত

রোবট্রনিক্স ফেস্টের প্রজেক্ট শোকেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে

ঢাবি প্রতিনিধিঃ রোবট্রনিক্স ফেস্ট ২০২৫-এর বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রজেক্ট শোকেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘Turtle Bot’ দল এবং রানার্স-আপ হয়েছে ‘IHABOT’ দল।

শনিবার (৯ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী এ ফেস্টের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ। বিভাগীয় চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি (আইডিইএ)-এর প্রকল্প পরিচালক মুর্তুজা জুলকার নাঈন নোমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আধুনিক প্রযুক্তির উৎকর্ষ সাধন আমাদের দৈনন্দিন জীবনকে সহজ ও গতিশীল করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের ফলে ভবিষ্যতে চাকরির বাজারে বড় ধরনের পরিবর্তন আসবে। তাই প্রযুক্তির এই অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে তরুণ প্রজন্মকে নিজেদের প্রস্তুত করতে হবে।”

উল্লেখ্য, এবারের ফেস্টে দেশের ৫০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২০০টি দল অংশগ্রহণ করে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ৯০০ শিক্ষার্থী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজ্য তেলের মাধ্যমে ভিটামিন এ নিশ্চিত করতে সরকার কাজ করছে : যুগ্ম সচিব শ্রাবস্তি রায়

রংপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত হবে আধুনিক শিশু পার্ক

বগুড়ার কাহালুতে ছাত্র শিবিরের উদ্যোগে ৪শ’ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

বগুড়ার কাহালু বাজারে কীট নাশক ওষুধের দোকানে চুরির মামলায় একজন গ্রেফতার

চার দফা দাবিতে রংপুর চেম্বারসহ ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান