ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৫, ১০:০৭ রাত

ডাকসু নির্বাচন :ভোটের আগে ভার্চুয়াল মাঠ গরমের লড়াইয়ে শিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ 

ডাকসু নির্বাচন :ভোটের আগে ভার্চুয়াল মাঠ গরমের লড়াইয়ে শিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ 

ঢাবি প্রতিনিধি:  আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে উৎসবে মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাস ও আবাসিক হল গুলো । ছাত্রসংগঠন গুলো ও প্যানেল গোছাতে শুরু করেছে।
 
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্টিত হবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ডাকসু নির্বাচন।এর মধ্যেই কয়েকটা ছাত্রসংগঠন নিজেদের প্যানেল ও সাজিয়েছে।
 
তবে আলোচনার তুঙ্গে থাকা দুই ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ একে অপরের সাথে  নানা ইস্যুতে অনলাইনে বিতর্কে জড়িয়েছে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংদের ঢাবি শাখার আহব্বায়ক আব্দুল কাদেরের অভিযোগের তীর ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয়  প্রকাশনা সম্পাদক  এবং ঢাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েমের বিরুদ্ধে। তিনি অভিযোগ করে বলেছেন বিগত সরকারের আমলে গেস্টরুমে ছাত্রলীগের নির্যাতনের অংশীদার ছিল বেশ কিছু শিবিরের নেতাকর্মী। হলে থাকার কারণে তাদের মধ্যে অনেকেই ছাত্রলীগের সাথে জড়িত থেকে গেস্টরুমে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন করতো। তিনি কয়েকজনের  বিরুদ্ধে নাম  ধরে অভিযোগ ও তুলেছেন  তারা হলেন,বিজয় একাত্তর হলের মাজেদুর রহমান,ছাত্রলীগের দপ্তর সম্পাদক মুসাদ্দিক বিল্লাহ,কবি জসিমউদ্দিন হলের আফজালুন নাইম, শেখ মুজিবুর রহমান হলের ইলিয়াস হোসাইন,হাজী মুহম্মদ মুহসীন  হলের ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক শাহাদাত হোসাইন সোহেল,জহুরুল হক হলের হাসানুল হক বান্না, স্যার এ এফ রহমান হলের রায়হান উদ্দিনসহ আরো বেশ কয়েকজন।
এমনকি ছাত্রলীগ নেতাকে বাঁচানোর ও অভিযোগ তোলেন আব্দুল কাদের।
 
কাঁদেরের এ অভিযোগে ফুঁসে উঠেছে ছাত্রশিবিরের  বিভিন্ন নেতাকর্মী। তারা পাল্টা অভিযোগের তীর ছুঁড়ছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীদের বিরুদ্ধে। শিবিরের রাজনীতির সাথে জড়িতরা বলছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের মধ্যে এখনও ছাত্রলীগের অনেক কর্মী আছে যারা গেস্ট রুমে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন চালাতো।  শিবির গেস্ট রুমে শিক্ষার্থীদের ঢাল হয়েও থেকেছেন বলে দাবি করেছেন তারা।
 
শিবিরের নেতাকর্মীরা  বলছেন জুলাই আন্দোলনে সমন্বয়কদের নিরাপত্তা,  আন্দোলন চালিয়ে নেওয়া ও ৯ দফা শিবির ই তৈরি করেছে। তবে ছাত্রলীগকে মামলা থেকে বাঁচানোর অভিযোগ অস্বীকার করে  সাদিক কায়েম জানান সাঈদী নামের এক ছেলেকে মামলা থেকে বাঁচাতে আমি নাকি বিভিন্ন জায়গায় কল করেছি-এটাও একটি মিথ্যা।
সাঈদী অপরাধী, এবং তাকে বাঁচানোর কোনো প্রশ্নই আসে না।
 
তিনি আরো বলেন মুহসীন হলের  ছাত্রলীগের সাথে জড়িত একজনের সাথে আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। অথচ শাহাদাতকে আমি চিনিই না।
তিনি কাদেরকে উদ্দেশ্য করে বলেন কাদের বলেছে ছাত্রলীগের সাথে জড়িত শাহাদাত হোসেন সোহেলের বিরুদ্ধে মামলা হওয়ার পরে নাকি
 শাহাদাতকে নিয়ে একজন পোস্ট করেন। পরবর্তীতে ওই পোস্টদাতার সাথে নাকি আমি  যোগাযোগ করি।
আমি যদি ফোন দিতেই চাইতাম, তাহলে তো সেটা মামলা হওয়ার আগেই দেওয়ার কথা ছিল। মামলা হওয়ার পরে কেউ একজন ফেসবুকে পোস্ট দিলে সেই পোস্টদাতাকে ফোন দেওয়ার কী দরকার! বলেন সাদিক।
 
তিনি আরো বলেন কাদের স্ক্রিনশটে যাদের নাম যুক্ত করেছে তারা কেউই শিবিরের কেউ না। ৫ আগস্টের পর থেকেও তারা শিবিরের কোনো পদে বা কর্মসূচিতে ছিলেন না। ফলে, ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা।
 
এদিকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনকে ঘিরে এক ধরনের সতর্ক প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। তারা বলছেন, "আমরা একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাই। কে কোন রাজনৈতিক মতাদর্শের সেটা বড় কথা নয়-যোগ্য প্রার্থীকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে দেখতে চাই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জুলাই স্মরণে আলোকচিত্র ভিডিও প্রদর্শনীর পুরস্কার বিতরণ

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যা

বিচ্ছেদের পথে সাইফ-কারিনার সম্পর্ক!

বগুড়ায় ডাবলু-আমিনুল সহ তিনজন শোন এ্যারেস্ট 

গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি চেয়েছেন প্রবাসী জুলাই যোদ্ধারা 

প্রিয়াংকার রহস্যঘেরা পোস্ট