লালমনিরহাটের পাটগ্রামে সড়ক সংস্কার না হওয়ায় সীমাহীন দুর্ভোগে পথচারীরা

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের বাঁশকল থেকে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগামী আঞ্চলিক সড়কটি প্রায় দুই কিলোমিটার দীর্ঘ। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি প্রায় ৯ বছর ধরে চলাচলের অনুপযোগী। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় এ পথে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন চলাচলকারীরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সড়কটি ২০১৬ সালে খানাখন্দে বেহাল হয়ে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগের পর ২০২০ সালে করোনা কালে সড়কটি সংস্কারের কাজ শুরু হয়। ওই সময় ইটের খোয়া ও বালু ফেলার পর অজানা কারণে আর কোনো কাজ করা হয়নি। এতে চরম ভোগান্তির মধ্যে পড়ে স্থানীয়রা।
বুড়িমারী ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড অংশের উফামারা, বড়তেলীপাড়া, কামারেরহাট, বেঙ্গেরবাড়ী, নাটারবাড়ী, ষোলঘরিয়া, বামনদল, মাছির বাজার, হাদিসপাড়া, ছোটতেলীপাড়া, প্রধানপাড়া ছাড়াও অন্তত ১৫টি এলাকার বাসিন্দাদের উপজেলা সদরে চলাচলের মূলসড়ক এটি।
বাঁশকল থেকে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগামী আঞ্চলিক সড়কে গিয়ে দেখা যায়, পুরো সড়কজুড়ে গর্ত। সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে কাদামাটিতে একাকার হয়ে যায়। বর্ষা মৌসুমে এ সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণকে। বৃষ্টি হলেই ভোগান্তি বেড়ে যায় কয়েকগুণ। ফলে পথচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
উফারামারা এলাকার বাসিন্দা মেহেদী হাসান বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের চলাফেরা করতে হয়। বর্ষায় রাস্তার গর্তে বৃষ্টির পানি জমে একদমই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে ভোগান্তির শিকার হতে হয় হাজার হাজার মানুষের। বছরের পর বছর রাস্তাটি এভাবে থাকলেও কেউ ফিরে তাকায়নি।
বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, রাস্তাটি দিয়ে শত শত শিক্ষার্থী যাতায়াত করে। রাস্তার কারণে শিক্ষার্থীদের নানা ভোগান্তিতে পড়তে হয়। এটির সংস্কার করা খুবই জরুরি। এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি প্রয়োজন।
আরও পড়ুনস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাটগ্রামের প্রকৌশলী শফিউল ইসলাম রিফাত বলেন, রাস্তাটির ব্যাপারে জানি। এটি দ্রুত সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত পুন:নির্মাণ করা সম্ভব হবে।
এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, বুড়িমারী স্থলবন্দরের এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। উপজেলা প্রকৌশলীকে নিয়ে পরিদর্শন করে দ্রুত সড়কটি পুননির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাস্তা সংস্কারের দাবিতে আজ সোমবার (১১ আগস্ট) সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, আমদানি-রপ্তানিকারকসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। স্থানীয়রা অভিযোগ করেন, বহু বছর ধরে সড়কটি সংস্কার না হওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি স্থলবন্দরে আমদানি-রপ্তানিতেও এর বিরূপ প্রভাব পড়ছে।
মানববন্ধন চলাকালে পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পাটগ্রামের ইউএনও উত্তম কুমার দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দিলে পরে যান চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন