স্পোর্টস ডেস্কঃ লিভারপুলের নতুন ক্লাব রেকর্ড সাইনিং ফ্লোরিয়ান ভার্টজকে জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করা হয়েছে। ২২ বছর বয়সী এই মেধাবী মিডফিল্ডার জার্মান স্পোর্টস সাংবাদিকদের ভোটে ১৯১ ভোট পেয়ে, দ্বিতীয় স্থান অধিকার করা মাইকেল অলিসেকে অনেক পিছনে ফেলে অনন্য স্বীকৃতি অর্জন করেছেন।
ভার্টজ জুনে বায়ার লেভারকুসেন থেকে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড মূল্যে লিভারপুলে যোগ দিয়েছেন। লিভারপুল এই গ্রীষ্মে তার সঙ্গে ফরাসি ফরোয়ার্ড হুগো একিটিকে এবং হাঙ্গেরিয়ান ডিফেন্ডার মিলোস করকেজকেও দলে নিয়েছে।