ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

মেসিবিহীন মায়ামির বড় হার

মেসিবিহীন মায়ামির বড় হার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে ছাড়া মাঠে নেমে ভয়াবহ পরাজয়ের মুখে পড়েছে ইন্টার মিয়ামি। রোববার রাতে ইস্ট কনফারেন্সের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি ৪-১ গোলে হারিয়েছে মিয়ামিকে। 

ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই মিয়ামির রক্ষণ বড় ভুল করে বসে। সেই সুযোগে লুইস মুরিয়েল গোল করে অরল্যান্ডোকে এগিয়ে দেন। তিন মিনিট পর দুর্দান্ত শটে গোল করেন ব্রাইট, ম্যাচে সমতা ফেরায় মিয়ামি। এটি ছিল তার মেজর লিগ সকারে প্রথম গোল। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধে নেমেই অরল্যান্ডো আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫০ মিনিটে মুরিয়েলের দ্বিতীয় গোল এবং ৫৮ মিনিটে মার্টিন ওজেদার গোল ব্যবধান বাড়িয়ে দেয়। ওজেদা এই মৌসুমে ১৪ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন। ম্যাচের শেষ দিকে মার্কো পাসালিচ চতুর্থ গোল করেন।

লুইস সুয়ারেজ একবার অরল্যান্ডোর গোলরক্ষক পেদ্রো গায়েসেকে পরাস্ত করার চেষ্টা করেছিলেন। দূর থেকে শট নিয়েছিলেন, কিন্তু গায়েসে সে শটটা ফিরিয়ে দেন দারুণভাবে। মেসি এই ম্যাচে খেলেননি। হালকা হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠলেও কোচের মতে তিনি পুরোপুরি প্রস্তুত নন। আশা করা হচ্ছে, আগামী শনিবার লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে অথবা ২০ আগস্ট টিগ্রেসের বিপক্ষে লিগস কাপের ম্যাচে তিনি ফিরবেন। এই হার মিয়ামিকে পঞ্চম স্থান থেকে নামিয়ে ষষ্ঠ স্থানে নিয়ে গেছে। অন্যদিকে অরল্যান্ডো চতুর্থ স্থানে উঠেছে। মিয়ামির হাতে তিনটি ম্যাচ বেশি থাকলেও শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা নয় পয়েন্ট পিছিয়ে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক দিন ধরেই একসঙ্গে আছি : জয়া আহসান

হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ৩ বাদী

মালয়েশিয়ার পথে প্রধান উপদেষ্টা 

‘পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই বিকৃত দৃষ্টিতে দেখা হয়’

লিভারপুলকে চমকে দিয়ে কমিউনিটি শিল্ড জয় ক্রিস্টাল প্যালেসের

দিনাজপুর বিরলে প্রেমিকাকে বিয়ে করতে এসেছেন চীনা প্রেমিক