কমে গেছে ওষধি ও কাঠের গাছ
বগুড়ার বৃক্ষমেলায় বেশি বিক্রি হচ্ছে ফলদ ও ঘর সাজানোর নানা ধরণের ইনডোর প্লান্ট

স্টাফ রিপোর্টার : ওষুধি গাছ হিসেবে নিম গাছ প্রয়োজন শফিউলের। কিন্তু মেলায় এত গাছের ভিরে দুই একটি স্টল ছাড়া এই ওষুধি গাছটি মেলেনি। শেষে একটি স্টল থেকে ৫০ টাকায় গাছটি কিনে নিয়ে বাড়ি ফিরেছেন তিনি। কাঠের গাছও নেই বললেই চলে। তবে প্রতি বছরের মত বগুড়ার বৃক্ষমেলায় উঠেছে দেশি বিদেশি নানা ফুল, ফল, ওষুধি আর শোভাবর্ধক সব গাছ।
গত ২৩ জুলাই অনানুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। সামাজিক বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই স্লোগান নিয়ে এবারের মেলায় এসেছে অনেক প্রজাতির গাছ।
বিভিন্ন স্টলে ফল গাছের মধ্যে আম, জাম লিচু, কাঁঠাল, আনারস, জামরুল, আমলকী, পেয়ারা, আতা, শরীফা ইত্যাদি দেশি প্রজাতির পাশাপাশি বিদেশি প্রজাতির আপেল, আঙুর, কমলা,আমড়া,বড়ই, সফেদা, সহ প্রভৃতি গাছের চারা রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
আর ফুল গাছের ক্ষেত্রে মেলায় পাওয়া যাচ্ছে রজনিগন্ধা থেকে শুরু করে দেশি ও বিদেশি গোলাপ, শিউলি, গাঁদা, জুঁই, হাসনাহেনা, ক্যাকটাস, পাতা বাহার, ইনডোরপ্লান্ট,সাকুলেন্টসসহ নানা প্রজাতির গাছের চারা। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ টাকা থেকে শুরু করে এই মেলায় ২০ হাজার টাকা পর্যন্ত মূল্যের গাছ রয়েছে। এর মধ্যে বনসাই গাছ রয়েছে। বৃক্ষপ্রেমীরা খুঁজে খুঁজে তাদের ছাদ বাগানের জন্য ভিন্ন ধরণের আম, বড়ইসহ নানা ধরণের সবজির চারা ও ইনডোর প্লান্ট কিনছেন।
বগুড়া শহরের বউ বাজার এলাকার ছাদ বাগানে প্রতিষ্ঠিত গ্রীন বগুড়া নার্সারীর স্বত্বাধিকারী মো: ফজলে রাব্বী দৈনিক করতোয়া’কে জানান, মেলা গত বুধবার থেকে শুরু হয়েছে, এখনো ক্রেতা সমাগম বাড়েনি। তরুণ-তরুণীরা ঘর সাজানোর জন্য ইনডোরের গাছ কিনছেন। এজন্য এসব চাহিদা গাছের বেশি। এছাড়াও বাড়ির ছাদে, আশেপাশে যেকানে একটু মাটি আছে সেখানেই মানুষ গাছ লাগাচ্ছেন।
আরও পড়ুনএজন্য ফলদ গাছের চাহিদা বেশি। গাছগুলো বিক্রি হচ্ছে ২০থেকে ২০০ টাকার মধ্যে। তবে বনসাই গাছের দাম বেশি। বৃক্ষ মেলায় দুই বোনকে সাথে নিয়ে এসেছেন সুনয়না। বললেন, গাছ বরাবরই তার প্রিয়। গাছ শুধু বাড়ির বাগানে থাকবে তা নয় ঘরের আনাচে কানাচে সবুজ থাকলে একটা প্রশান্তি লাগে। তাই বারান্দায় লাগানোর জন্য গাছ কিনেছেন। কিছু ইনডোর প্ল্যান্টস কিনেছেন।
শেষে বললেন আরও কয়েকদিন মেলা আছে আবার এসেও কেনাকাটা করবেন। বগুড়া চন্দনবাইশা রোডে অবস্থিত তৌহিদ নার্সারীর স্বত্তাধিকারী মো: হারুন অর রশিদকরতোয়া’কে জানান, গত তিনদিন হলো মেলা শুরু হলেও লোকসমাগম খুব একটা হয়নি। তাদের স্টলে বিভিন্ন জাতের আম, লিচু, বেদেনা,নানা ধরণের সবজি থেকে শুরু ফুল ও ইনডোরের সব গাছ রয়েছে।
গাছগুলো ৫০ থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বৃক্ষ মেলায় ছেলেদের চেয়ে নারীরা এসে সবজি আর ওষুধি গাছ ও ইডোরের গাছ কিনে নিয়ে যাচ্ছেন। বগুড়া সামাজিক বন ভিাগের স্টলে দায়িত্ব পালন করা মো: মতিয়ার রহমান দৈনিক করতোয়া’কে জানান, এবারের বৃক্ষমেলায় আজ শনিবার (২৬ জুলাই) পর্যন্ত ১৭ টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে এই মেলা। মেলা চলবে আরও কয়েক দিন।
মন্তব্য করুন