ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

মিউজিকে অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্বর্নার স্বপ্ন

সঙ্গীতশিল্পী স্বর্না তালুকদার

অভি মঈনুদ্দীন ঃ টাঙ্গুয়ার হাওড়, নীলাদ্রি লেক, শিমুল বাগান’খ্যাত এলাকা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ঘাসি গ্রামের আদি নিবাসী এই প্রজন্মের সঙ্গীতশিল্পী স্বর্না তালুকদারের দাদা রাশেন্দ্র তালুকদার। স্বর্নার বাবা রঞ্জিত তালুকদার বহুবছর আগেই তার বাবা রাশেন্দ্র তালুকদার ও বাবার বোন মায় কে সঙ্গে নিয়ে পাশের উপজেলা ধরমপাশায় চলে আসেন। সেখানে এসে এই এলাকার প্রথম ছবি তোলার স্টুডিও হিসেবে গড়ে তোলেন ‘মায়া স্টুডিও’, যা এখন স্বর্নার পিতার অবর্তমানে (ভারতে থাকার কারণে) তার ভাই শাওনই পরিচালনা করছে। সেই ‘মায়া স্টুডিও’ পরিবারেরই সন্তান স্বর্না তালুকদার।

ছোটবেলায় অর্থাৎ যখন স্বর্না পঞ্চম শ্রেণেিত পড়তেন, সেই সময়েই গানের প্রতি তার আগ্রহ বেড়ে যায়। তার বাবার যদিও কোনোই ইচ্ছে ছিলো না মেয়ে গানের দিকে এগিয়ে যাক। কিন্তু ধরমপাশার গানের প্রশিক্ষক রঞ্জিত সরকারের কাছে ছয় মাস গানে তালিম নেবার পর সেই সময়েই উপজেলা ও জেলা পর্যায়ে নজরুল সঙ্গীতে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ প্রতিযোগিতায় প্রথম হওয়াতে স্বর্নার বাবা আর বাঁধা দেননি।

ধরমপাশা এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপর জনতা উচ্চবিদ্যালয় এবং পরবর্তীতে নেত্রকোনা সরকারী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। নেত্রকোনায় থাকাকালীন সময়েই স্বর্না নেত্রকোনার প্রখ্যাত গানের শিক্ষক রতন সরকারের কাছে গানে তালিম নেন। পরবর্তীতে ২০১৮ সালে তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতে অনার্স শুরু করেন। দ্বিতীয় বর্ষে তার মেজর সাবজেক্ট হিসেবে তিনি নজরুল সঙ্গীত নিয়ে পড়াশুনা শুরু করেন। কিছুদিন আগেই তিনি অনার্স সম্পন্ন করেছেন। অনার্সে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন।

এরইমধ্যে মাস্টার্সের প্রথম সেমিস্টারও সম্পন্ন করেছেন তিনি। প্রথম সেমিস্টোরেও ফলাফলও খুউব ভালো। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সকল শিক্ষকই স্বর্নাকে ভীষণ স্নেহ করেন। ভালো ছাত্রী হিসেবে তিনি সকল শিক্ষকের আদর স্নেহ’তেই বেড়ে উঠছেন। স্বর্না’র কন্ঠে নজরুল সঙ্গীত ও ফোক সঙ্গীতই বেশি শ্রুতিমধুর। তবে স্বর্নার ভালোলাগে ফোক গান পরিবেশন করতে। এরইমধ্যে র্স্বনার কন্ঠে দুটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে ‘ভালোবাসা এমনই হয়’। গানটি লিখেছেন ও কম্পোজিশন করেছেন আরিয়ান মির্জা। আরেকটি গান হচ্ছে ‘চোখের ভাষা’।

আরও পড়ুন

গানটি লিখেছেন ফরহাদ হোসেন, কম্পোজিশন করেছেন শান সায়েক। আরো দুটি গান প্রস্তুত আছে। স্বর্না জানালেন যেকোনো সময় তা প্রকাশ পাবে।

আগামীর ভাবনা নিয়ে স্বর্না রানী তালুকদার বলেন,‘ আমার মা জোছনা রানী তালুকদার আমাকে সবসময়ই ভীষণ অনুপ্রেরণা দেন। যে কারণে আসলে আমি এতোদূর আসতে পেরেছি। আমি কৃতজ্ঞ আমার গানের দুই গুরু রঞ্জিত তালুকদার ও রতন সরকার স্যারের কাছে। রতন স্যারের স্ত্রী মনি ম্যাডাম আমাকে খুউব স্নেহ করতেন, এখনো গেলে আবেগাপ্লুত হয়ে উঠেন। কৃতজ্ঞ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের কাছে। অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হতে পেরেছি। ভীষণ চেষ্টা আছে মাস্টার্সেও একই ফলাফল বজায় রাখতে। মৌলিক গান নিয়ে অনেক ভাবনা আছে। সেইসাথে স্বপ্ন আছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকও। জানিনা ঈশ্বর ভাগ্যে কী রেখেছেন। স্বর্না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ হলেই বসবাস করেন। ১০ নভেম্বর জন্ম নেয়া স্বর্নার স্বপ্নগুলো পূরণ হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি’র সুসময়ে অনেক ঘুঘু কাছে ভিড়বে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে : তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জের চাঁ‘নবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

দিনাজপুরের বিরলে তরুণীর প্রেমে মগ্ন চীনা যুবক বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে

গত সরকারে যারা ছিল তারা পালিয়ে গেছেন, মূল কারণ দুর্নীতি : জয়পুরহাটে দুদক চেয়ারম্যান

বগুড়ায় বার্মিজ চাকুসহ কলেজ শিক্ষক গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় বিশেষ ক্ষমতা আইনে ইউপি চেয়ারম্যান রাজু গ্রেফতার