ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

তাদের নিয়ে নির্মিত হলো নাটক ‘বেলা ও বিকেল’

জীবন্ত কিংবদন্তী শিল্পী দিলারা জামান ও আবুল হায়াত

অভি মঈনুদ্দীন ঃ একুশে পদকপ্রাপ্ত দুই গুনী জীবন্ত কিংবদন্তী শিল্পী দিলারা জামান ও আবুল হায়াতকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বেলা ও বিকেল’। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন তারা দুজন।

দিলারা জামান অভিনয় করেছেন বেলা চরিত্রে, আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে। তাদের সঙ্গে আরো অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম, গোলাম কিবরিয়া তানভীর প্রমুখ। গত ৫ ও ৬ আগস্ট রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে এবং তার আশেপাশে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামীম।

আবুল হায়াত বলেন,‘ মূলত বেলা ও বিকেলের গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। গল্পের প্রয়োজনে অন্যান্য চরিত্রও গুরুত্ব পেয়েছে। দিলারা ভাবীর সঙ্গে বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছি। তবে নাটকের নাম ভূমিকায় এর আগে সম্ভবত আমরা একসঙ্গে কাজ করিনি। যে কারণে এই নাটকে কাজ করতেও বেশ ভালোলেগেছে। নাটকে নাবিলা, তানভীরও বেশ চমৎকার অভিনয় করেছে। সবমিলিয়ে পরিচালক শামীম চেষ্টা করেছে নাটকটি যত্ন নিয়ে নির্মাণ করতে। আশা করছি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।’

দিলারা জামান বলেন,‘ এখনো সুস্থ আছি ভালো আছি, নাটকে সিনেমাতে বিজ্ঞাপনে কাজ করতে পারছি-এটাই আসলে অনেক বড় বিষয়। কারণ বয়সতো আর কম হলো না। তারপরও ঠিকঠাক মতো এখনো কাজ করতে পারছি এটাই ভালোলাগার। শুধু তাই নয় নির্মাতারা যে এখনো আমাকে নিয়ে ভাবেন, আগ্রহ নিয়ে কাজ করেন-এটাই আসলে ভালোলাগার। শরিফুল ইসলাম শামীমের নির্দেশনায় বেলা ও বিকেল নাটকে কাজ করে বেশ ভালোলেগেছে। আমি বেলার ভূমিকায় অভিনয় করেছি। গল্পটা না হয় আপাতত নাইবা বললাম। নাটকটি প্রচারে এলেই না হয় দর্শক তা দেখতে পারবেন জানতে পারবেন। তবে এতোটুকু বলতে পারি এই সময়ে এসে শামীমের এই ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ একটা চ্যালেঞ্জই বলা চলে। এ জন্য বিশেষ ধন্যবাদ শামীমকে।’

আরও পড়ুন

নাটকটিতে প্রথমবার আবুল হায়াতের সঙ্গে অভিনয় করার সুযোগ পেলেন নাবিলা।

নাবিলা বলেন,‘ এর আগে শ্রদ্ধেয় দিলারা জামান আন্টির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু এবারই প্রথম হায়াত আঙ্কেলের সঙ্গে অভিনয় করার সুযোগ পেলাম। দেখা যায় যে বাবা, মায়ের জন্মদিন, বিবাহ বার্ষিকী’সহ তাদের জীবনকে ঘিরে আরো অন্যান্য উৎসবের দিনগুলো আমাদের উদযাপন করা হয়না। কিন্তু তাদেরওতো মনে মনে ইচ্ছে জাগে তা উদযাপন করার। এটাই মূলত নাটকের মূল বিষয়বস্তু।’

পরিচালক শরীফুল ইসলাম শামীম জানান, শিগগিরই ‘বেলা ও বিকেল’ নাটকটি এনিগমা টিভিতে প্রচার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি’র সুসময়ে অনেক ঘুঘু কাছে ভিড়বে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে : তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জের চাঁ‘নবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

দিনাজপুরের বিরলে তরুণীর প্রেমে মগ্ন চীনা যুবক বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে

গত সরকারে যারা ছিল তারা পালিয়ে গেছেন, মূল কারণ দুর্নীতি : জয়পুরহাটে দুদক চেয়ারম্যান

বগুড়ায় বার্মিজ চাকুসহ কলেজ শিক্ষক গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় বিশেষ ক্ষমতা আইনে ইউপি চেয়ারম্যান রাজু গ্রেফতার