ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

দৈনিক করতোয়ার ৫০তম বছরে পদার্পণ: সম্পাদক-এর দফতর থেকে

পঞ্চাশ বছরে দৈনিক করতোয়া মানুষের মায়ায় কলমের ছোঁয়া

পঞ্চাশ বছরে দৈনিক করতোয়া মানুষের মায়ায় কলমের ছোঁয়া, ছবি: দৈনিক করতোয়া ।

মোজাম্মেল হক: জনপদের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না আর উত্থান-উন্নয়নের সাথে নিজেদের মেধা-মনন আর শ্রম-ঘামেরসন্নিবেশ ঘটিয়ে গত শতাব্দীর ছিয়াত্তরের এই দিনটিতে দৈনিক করতোয়া নামের যে পত্রিকাটি আঁধার পেরোনো আলোর প্রকাশে উদ্ভাসিত হয়েছিল, হাঁটি-হাঁটি, পা-পা থেকে নানান চড়াই-উৎরাই পেরিয়ে আশির দশকের শুরু থেকে সুবিন্যস্ত লিখনী শক্তির সাথে অভিনব প্রযুক্তির যুগপৎ গতিতে আজ সেই দৈনিকটি যখন অর্ধশতাব্দীর প্রান্তে এসে হয়ে উঠেছে রীতিমত বনস্পতি; দেশজোড়া তার প্রসারিত ছায়ায়, অসংখ্য সাংবাদিকের লিখনের আয়নায় আর অজস্র পাঠকের প্রসারিত মায়ায় জড়ানো ঘটনাবহুল এই দিনটিতে তাই দৈনিক করতোয়া’র সাথে জড়িত এই জনপদের অজস্র পাঠক, সাংবাদিক-কলামিষ্ট, কর্মকর্তা-কর্মচারী এবং বিজ্ঞাপনদাতাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

দৈনিক করতোয়ার পঞ্চাশ বছরে পদার্পণের এই দিনটি আজ স্মারক হয়ে থাকুক: করতোয়া পরিবারের সকল নিবেদনের সাথে উৎসুক পাঠকের সুখ-সুখমুখ। দীর্ঘ এই পথ পরিক্রমায় আমাদের ধারাবাহিক প্রচেষ্টার অনিঃশেষ অনুভূতি পাঠক মাঝে তুলে ধরাটা দুরূহ ব্যাপার হলেও এর নির্যাসের সুগন্ধি ইতিমধ্যেই পল্লবিত হয়ে দৈনিক করতোয়াকে দিয়েছে জাতীয় পর্যায়ের পরিচিতি। পত্রিকাটি এখন সর্বাধুনিক প্রযুক্তিতে একযোগে বগুড়া এবং ঢাকা থেকে মুদ্রিত হচ্ছে, যা দেশের সংবাদপত্রের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। উত্তর জনপদের বিশাল-বিস্তৃতপরিসর পেরিয়ে জাতীয় পর্যায়ে এর অবস্থান। নিরপেক্ষ সম্পাদকীয় নীতিমালার আলোকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আর প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক সংবাদপত্রের কাতারে গৌরবময় জায়গা করে নিয়েছে দৈনিক করতোয়া।

কিন্তু দীর্ঘ এই পথচলায় সংবাদপত্র শিল্প কখনোই নিরুপদ্রব ছিল না। নানারকমের কালাকানুন আর বিধিনিষেধের মধ্য থেকেই আমাদের কাজ করতে হয়েছে। তবে বিগত স্বৈরাচারী সরকারের সাড়ে ১৫ বছরের ইতিহাস ছিল গণতন্ত্রহীনতার বিপরীতে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার এক নির্লজ্জ প্রহসন। মানুষের ফুঁপিয়ে উঠা তীব্র ঘৃণার সাথে কোটা বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে দল-মত, জাতি-শ্রেণি আর লিঙ্গ নির্বিশেষে আপামর জনতার অভ্যুত্থানে রূপ নেয়। শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনে নাগরিকেরা গুম, খুন, মামলা, হামলাসহ যে দমন-পীড়নের শিকার হয়েছিলেন, তা থেকে মুক্তির আকাঙ্ক্ষায় প্রবল গণবিস্ফোরণ ঘটেছিল। সে কারণে এই অভ্যুত্থান আমাদের পুরানো এবং নতুন রাজনৈতিক দল-সবার জন্য বড় একটি শিক্ষা হয়ে থাকবে।

আরও পড়ুন

গণতন্ত্রের জন্য আজীবনের পিয়াসী এদেশের মানুষ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিছুটা হলেও মুক্ত পরিবেশে মতপ্রকাশের যে স্বাধীনতাটুকু পেয়েছে, সাংবাদিকতার বস্তুনিষ্ঠ কলমে সেটিকে কাজে লাগিয়ে এদেশের গণতন্ত্রমনা মানুষের চিরআকাঙ্ক্ষিত সাম্য, সামাজিক ন্যায়বিচার আর মানবিক মর্যাদার সাথে অন্তর্ভুক্তিমূলক একটা বহুত্ববাদী সমাজ গড়ে উঠতে পারে বলে আমরা বিশ্বাস করি। এক্ষেত্রে দৈনিক করতোয়া গণমানুষের সেই আকাঙ্ক্ষার প্রতীক হয়ে অতীতের মত আগামীতেও দেশ ও জনগণের পাশে থেকে সার্বিক দায়িত্ব পালন করে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে দৈনিক করতোয়ার পক্ষ থেকে আবারো শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্রি হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ

হার্টের রিংয়ের নতুন দাম ১ অক্টোবর থেকে কার্যকর

এনসিপি নেতা সারজিসের বিরুদ্ধে মামলা

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

স্কুল শিক্ষার্থীদের সচেতনতা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভূমিকা রাখবে :  হাইওয়ে পুলিশ সুপার 

দেশে ফিরেছে সফল নারী ফুটবল দল