এনসিপি নেতা সারজিসের বিরুদ্ধে মামলা

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানোয় গাজীপুর সিএমএম কোর্টে ১০ কোটি টাকার মানহানির এ মামলা দায়ের করা হয়। বাসন থানা বিএনপি’র সভাপতি তানভীর সিরাজ এ মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার বাদি জানান, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সারজিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন