ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

‘পাচারের অর্থ’ ফেরত আনা নিয়ে যা জানালেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে।মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পাচার করা অর্থ ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না জানিয়ে এ সময় আহসান এইচ মনসুর বলেন, এখন আন্তঃমন্ত্রণালয়ের উদ্যোগ আছে। প্রয়োজনীয় বিধি-বিধান সংশোধন করবে সরকার। এ ছাড়া টাস্কফোর্সেরও ক্ষমতা বাড়ানো হবে।তিনি আরও বলেন, বিদেশে থাকা সম্পদ জব্দ করার কাজ এগিয়ে যাচ্ছে। এরইমধ্যে যুক্তরাজ্যে সম্পদ জব্দ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর বলেন, এ পর্যন্ত কোনও ব্যবসায়িক অ্যাকাউন্ট বা হিসাব জব্দ হয়নি। সে কারণে ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না। তবে ব্যক্তিগত হিসাব জব্দ হয়েছে।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোনের ব্যাটারি ফুলে যাওয়ার যত কারণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দাবি

ময়মনসিংহে স্কুল থেকে চুরি যাওয়া ১২ ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

শুরু হচ্ছে ধোনির ১০০ কোটি রুপির মানহানির মামলার বিচার

ভয় নয়, সচেতন করতে শূন্য রিটার্নে জেলের বিধান: এনবিআর চেয়ারম্যান