পিএসজি ছেড়ে কোথায় পাড়ি জমাচ্ছেন দোন্নারুমা

স্পোর্টস ডেস্ক : উয়েফা সুপার কাপে টটেনহ্যামের বিপক্ষে পিএসজির স্কোয়াডে নেই জিয়ানলুইজি দোন্নারুমা। এতে করে তার ক্লাব ছাড়ার গুঞ্জনে জোর হাওয়া লেগেছে। সংবাদমাধ্যমের মতে, দীর্ঘদেহী এই গোলরক্ষকের পিএসজি ছাড়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত হয়ে গেছে।দোন্নারুমার সঙ্গে পিএসজি’র চুক্তি আছে ২০২৬ সাল পর্যন্ত। তিনি চুক্তি নবায়ন করবেন না। ক্লাবকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। ইতালিয়ান গোলরক্ষককে এক বছর পর ফ্রি এজেন্টে ক্লাব ছাড়ার সুযোগ করে না দিয়ে পিএসজি তাকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে। দলবদলের বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দাবি করেছেন, দোন্নারুমা পিএসজি ছাড়ছেন এটা নিশ্চিত। চলতি দলবদলের মৌসুমে ছাড়বেন নাকি আসন্ন মৌসুম শেষে ছাড়বেন, সেটাই এখন দেখার বিষয়। তিনি এটাও দাবি করেছেন, প্রিমিয়ার লিগ হতে পারে দোন্নারুমার সম্ভাব্য গন্তব্য।
তার মতে, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন সাবেক এ এসি মিলান গোলরক্ষক। ম্যানইউ আন্দ্রে ওনানাকে ছেড়ে দিতে উদগ্রীব। তার জায়গায় দোন্নারুমা এখন রেড ডেভিলসদের প্রথম পছন্দ। পিএসজি’র এ গোলরক্ষকের দিকে চেলসি নজর রাখলেও কিনতে ঠিক মরিয়া নয়। তবে শেষ মুহূর্তে বিডে প্রবেশ করেছে ম্যানচেস্টার সিটি। এদেরসনের জায়গায় দোন্নারুমাকে চান পেপ গার্দিওলা।
আরও পড়ুনসিটিজেনদের পক্ষ থেকে এরই মধ্যে ক্লাব ও খেলোয়াড় পর্যায়ে যোগাযোগও নাকি করা হয়েছে। ম্যানসিটি লড়াইয়ে নামলে অনুমিতভাবে দোন্নারুমার লড়াইয়ে পিছিয়ে যাবে ম্যানইউ। ফ্যাব্রিজিও রোমানো দাবি করেছেন, দোন্নারুমার জন্য ৫০ মিলিয়ন ইউরো দাবি করতে পারে পিএসজি। ম্যানসিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন যেতে পারেন তুর্কি ক্লাব গালাতাসারায়ে।
মন্তব্য করুন