বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো পানি বিপৎসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামি ৩ দিনের মধ্যেই পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এবং এ মাসের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা আতঙ্কে যমুনাপাড়ের লোকজন, এদিকে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।
সারিয়াকান্দিতে গত কয়েকদিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এ উপজেলায় সর্বশেষ গত সোমবার থেকে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। সেদিন পানি বৃদ্ধি পেয়েছে ১৬ সেন্টিমিটার। গত মঙ্গলবার এ উপজেলার পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
আজ বুধবার (১৩ আগস্ট) পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গত ৩ দিনে এ নদীর পানি মোট ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। উপজেলার মথুরাপাড়া পয়েন্টে গত বুধবার সকালে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৫.৩ মিটার। উপজেলায় এ নদীর পানির বিপৎসীমা ১৬.২৫ মিটার। অর্থাৎ পানি এখনো বিপৎসীমার ১২২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারা জানিয়েছেন, আগামি ৩ দিনের মধ্যেই পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনবগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, উজানের ভারি বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে এবং আগামি ৩ দিনের মধ্যেই পানি বিপৎসীমার কাছাকাছি অথবা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আমাদের তথ্য অনুযায়ী, এ মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বগুড়ায় যমুনা নদীতে বন্যার আশঙ্কা করা হচ্ছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, বন্যার আশংকা থাকলেও এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। বন্যা মোকাবিলায় আমাদের আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপজেলায় বন্যা কবলিত এলাকাবাসীর জন্য বেশকিছু আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পানিতে আক্রান্ত এলাকাবাসীর ত্রাণ সহায়তার জন্য বগুড়া জেলার সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করা হবে।
মন্তব্য করুন