ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

অভাব অসুস্থতা আর ঋণে জর্জরিত হয়ে মা-মেয়ের আত্মহত্যা

অভাব অসুস্থতা আর-ঋণে জর্জরিত হয়ে মা-মেয়ের আত্মহত্যা

৪০ বছর বয়সী নমিতা রানী পালের স্বামী বেঁচে নেই। তিন মেয়ের মধ্যে দুজনের বিয়ে হয়েছে। অসুস্থ হয়েও সংসারের চালাতে চাকরি নেন একটি মিলে। তবে সংসারে অভাব দূর করতে পারেননি। শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। মেয়ে তন্বী রানী পালসহ (১৮) বিষপান করেছেন।

আজ বুধবার (১৩ আগস্ট) দুপুুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মৃত জীবন চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পালের তিন মেয়ে ছিল। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে তন্বী অবিবাহিত। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন নমিতা রানী। স্থানীয় দেবপুর স্পিনিং মিলে চাকরি করতেন। তবে গত দুই মাস ধরে অসুস্থ থাকায় কাজে যেতে পারছিলেন না। এতে পরিবারের আয় বন্ধ হয়ে যায়। সংসারের খরচ মেটানো কষ্টসাধ্য হয়ে ওঠে।

বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। এজন্য প্রচণ্ড মানসিক চাপে ছিলেন নমিতা রানী। সকালে মা ও মেয়ে দুজনেই বিষপান করেন। পরে প্রতিবেশীরা জানতে পেরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাতভর অভিযানে লুট হওয়া সাদা পাথর উদ্ধার, রাখা হচ্ছে যথাস্থানে

ইন্ডিপেন্ডেন্ট টিভির সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজ পাপিয়া দম্পতির অবৈধ সম্পদের মামলার রায় ঘোষণা

কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপরে

ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত আলোচনা সম্ভব নয়: ইমানুয়েল ম্যাক্রোঁ