ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

যুব বিশ্বকাপ আর্চারীতে অংশ নিতে বগুড়ার ফুয়াদ যাচ্ছে কানাডায়

যুব বিশ্বকাপ আর্চারীতে অংশ নিতে বগুড়ার ফুয়াদ যাচ্ছে কানাডায়। ছবি : দৈনিক করতোয়া

স্পোর্টস রিপোর্টার : যুব বিশ্বকাপ আর্চারীতে অংশ নিতে কানাডা যাচ্ছে বগুড়ার কিশোর ইমতিয়াজ আমীন ফাতেমী ফুয়াদ। ফুয়াদ বিকেএসপির ছাত্র এবং বগুড়া শহরের সবুজবাগ এলাকার সহকারি অধ্যাপক  আমিনুর রহমান কোয়েল’র ছোট ছেলে। আগামী ১৭ থেকে ২৭ আগষ্ট কানাডার উইনিপেগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ফুয়াদ লাল সবুজ জার্সি পরে কানাডার উইনিপেগে অংশ নিতে যাওয়ার দেশের উদীয়মান আরচার ফুয়াদ বিকেএসপি’র ৮ম শ্রেণীতে অধ্যায়নরত ক্যাডেট। বগুড়ার প্রতিভাবান তীরন্দাজ ফুয়াদ ২০২৫ সালে ৭ম জাতীয় জুনিয়র আর্চারী চ্যাম্পিয়ানশীপে এককভাবে ব্রোঞ্জ, ২০২৪ সালে নাটোরে তারুণ্যের উৎসবে এককভাবে সিলভার, ২০২৩ সালে ৫ম জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশীপে টিম ব্রোঞ্জ ও ২০২৪ সালে ওপেন র‌্যাংকিংয়ে এককভাবে স্বর্ণ পদক লাভ করে।

যুব বিশ্বকাপের ১৯তম এই আসরে লাল সবুজের অন্যান্য সদস্যরা হলেন অলিম্পীয়ান সাগর ইসলাম, এশিয়ান কাপ ষ্টেজ-২ তে স্বর্ণ পদক জয়ী আব্দুর রহমান আলিফ, রাকিব মিয়া, সীমা আক্তার শিমু, কুলছুম আক্তার মনি, হিমেল ছারোয়ার, নাহিদ হাসান ও সোনালী রায়।

আরও পড়ুন

বাংলাদেশ দল আর্চারীর জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক ও বিকেএসপি’র হেড কোচ নুরে আলমের তত্বাবধানে গত ২ মাস যাবৎ কঠোর অনুশীলন করেছে। বাংলাদেশের পক্ষে অনূর্ধ্ব-২১ বিভাগে ৫ জন ও অনুর্ধ-১৮ বিভাগে ৪ জন আর্চার অংশ গ্রহণ করবে বলে বাংলাদেশ আর্চারী ফেডারেশন সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপু‌রে মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার

ব্র্যাক ব্যাংক ‘আস্থা’ অ্যাপে ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী

হল কমিটি বহাল থাকবে ঢাবি ছাত্রদলের

মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেল জাহাজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের মেয়াদ বাড়ল