ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

পঞ্চাশে পদার্পণ

পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হলো দৈনিক করতোয়া

দৈনিক করতোয়া ৫০ বছরে পদার্পণে গত মঙ্গলবার বগুড়া অফিসে সাংবাদিকদের সাথে কেক কাটেন সম্পাদক মোজাম্মেল হক -করতোয়া, ছবি: দৈনিক করতোয়া।

স্টাফ রিপোর্টার: হাজার হাজার পাঠকের ভালোবাসা ও শুভেচ্ছা বার্তায় পালিত হলো দৈনিক করতোয়ার ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। ৫০তম বছরে পদার্পণ উপলক্ষে গত মঙ্গলবার দৈনিক করতোয়ার বার্তাকক্ষ থেকে শুরু করে প্রতিটি বিভাগ সাজানো হয় বর্ণাঢ্য সাজে। পত্রিকা অফিসটিতে দিনজুড়ে ছিলো উৎসব উৎসব আমেজ। সন্ধ্যার পর থেকেই পত্রিকা অফিসে ফুল, কেক নিয়ে শুভানুধ্যায়ীরা জড়ো হতে থাকেন। তারা পত্রিকার সম্পাদক মোজাম্মেল হককে জানান ফুলেল শুভেচ্ছা।

রাত ৯টার পরে অফিসের বার্তা কক্ষে পত্রিকায় কর্মরত সাংবাদিকসহ সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ আগত অতিথিদের নিয়ে কেক কাটা হয়। একেবারে ঘরোয়া পরিবেশে আয়োজিত ওই অনুষ্ঠানে দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার নির্বাহী সম্পাদক তাসলিমা হক রাকা, চৌধুরী খালেকুজ্জামান বাবু, করতোয়া গ্রুপের পরিচালক ও করতোয়া সম্পাদক পত্নী মহসিনা হাসনাত, দৈনিক করতোয়ার সাংবাদিকগণসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী।

এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির আবিদুর রহমান সোহেল, এড, মোজাম্মেল হক, করতোয়া সম্পাদক পত্নী মোহসিনা হাসনাত, নির্বাহী সম্পাদক তাসলিমা হক রাকা, বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও করতোয়া সম্পাদকের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুঞ্জুরুল হক মুঞ্জু, করতোয়ার কোর্ট রিপোর্টার বিনয় কুমার দাস বিন্ধু।

শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা বলেন, বগুড়া শহর নানা কারণে যেমন ঐতিহ্যবাহী তেমনি এই শহরকে পত্রিকার শহর হিসেবে পরিচয় করে দিয়েছে দৈনিক করতোয়া। মফস্বল একটি শহর থেকে দীর্ঘ সময় ধরে ১২ পৃষ্ঠার একটি পত্রিকা প্রকাশ করা অসম্ভব কাজকে সম্ভবে পরিণত করেছেন সম্পাদক মোজাম্মেল হক। বক্তারা আরও বলেন, এটি আমাদের শৈশব কৈশোরের ভালোবাসার পত্রিকা। এই পত্রিকা অতীতের মত যেন ন্যায়, সত্য এবং সততার সাথে তার পথ চলা অব্যাহত রাখে।

আরও পড়ুন

পত্রিকার নির্বাহী সম্পাদক তাসলিমা হক বলেন, পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায়করতোয়া পত্রিকা আজকের এই শীর্ষ অবস্থানে আসার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন আমার মা মহসিনা হাসনাত। তার আন্তরিকতা ও ত্যাগের কারণে আমার বাবা মোজাম্মেল হক রাতদিন পরিশ্রম করে করতোয়াকে উত্তরাঞ্চলের শীর্ষস্থানীয় পত্রিকা হিসেবে দাঁড় করাতে পেরেছেন। তাসলিমা হক রাকা আরও বলেন, করতোয়া অর্ধশত বছরে পদার্পণ করেছে। ‘সত্যের পথে অর্ধশত বছরে’ এই স্লোগান নিয়ে আমরা ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। যেহেতু পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। করতোয়া অনেক বছর আগে থেকেই সর্বদা প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে আসছে তাই আমরাও করতোয়াকে আরও আধুনিক ও নতুনভাবে মানুষের কাছে পৌছে দিতে মাত্র কয়েক বছর আগে চালু করেছি অনলাইন সংস্করণ ও ইউটিউব চ্যানেল। অনলাইনের সঙ্গে যুক্ত সকলের নিরলস প্রচেষ্টায় অল্প সময়ে আমরা মানুষের অভাবনীয় সাড়া পেয়েছি। পেয়েছি সিলভার বাটন। আশা রাখছি আগামীতে আমরা গোল্ডেন বাটন পাবো। করতোয়া সম্পাদক পত্নী মোহসিনা হাসনাত বলেন, মোজাম্মেল হক যেখানে হাত দেন সেখানেই সোনা ফলে, এখন আমরা আশা করতে পারি তার হাতের স্পর্শে আগামীতে ডায়মন্ড ফলবে।

করতোয়া সম্পাদক মোজাম্মেল হক শুভেচ্ছা বক্তব্যে বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে দৈনিক করতোয়া আজ ৫০ বছরে পদার্পণ করেছে। দৈনিক করতোয়া গণমানুষের কথা বলে, সমাজের বঞ্চিত ও নিপীড়িতের কথা বলে। সাদাকে সাদা ও কালোকে কালো বলে। কখনই কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে না। এজন্য করতোয়া আজ পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। কারণ পাঠকরাই করতোয়ার মূল শক্তি। তিনি আরও বলেন, করতোয়ার এই অগ্রসরের পেছনে যেমন অনুপ্রেরণা রয়েছে আমার স্ত্রী ও কন্যাদের তেমনি সহযোগিতা করেছেন সাংবাদিকসহ করতোয়ার প্রতিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ। মোজাম্মেল হক বলেন, আমি আশা করি আমার মৃত্যুর পরও করতোয়া যেন একইভাবে চলে। ভবিষ্যতে এই পত্রিকাটির দায়িত্বে যে বা যারা থাকবেন তারাও একইভাবে করতোয়াকে যেন পরিচালনা করেন।

করতোয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, শহর জামায়াতের আমীর আবিদুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক আসম আব্দুল মালেক, বগুড়া-৪ আসনে জামায়েতের প্রার্থী ডঃ মোস্তফা ফয়সাল পারভেজ, শহর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হালিম বেগ, প্রচার সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসেন, যুব সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, শিক্ষা ও দাওয়াত সম্পাদক অধ্যাপক হেদায়েতুল ইসলাম, আইএফআইসি ব্যাংক পিএলসি বগুড়া শাখার ম্যানেজার মো. রবিউল ইসলাম, বিধান চন্দ্র বিশ্বাস, এ্যসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট, এবং এস.এ. আলীম আল রাজী, সিনিয়র অফিসার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি এড. মোজাম্মেল হক, আমরা ক’জন শিল্পী গোষ্ঠী বগুড়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি আব্দুল মোবিন জিন্নাহ, সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ, বিশিষ্ট ইসলামি গবেষক মোস্তাকিম হোসাইন, নওগাঁর মহাদেবপুর প্রতিনিধি এম সাখোয়াত হোসেন ও রাণীনগর প্রতিনিধি সাইফুল ইসলাম, করতোয়া কুরিয়ার সার্ভিসের জেনারেল ম্যানেজার জে কে সাহা, ম্যানেজার আনোয়ার হোসেন শালিক, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী, করতোয়ার বার্তা বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, অনলাইনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সামিউর রহমান পশারী, মৌমাছি খেলাঘরের সাধারণ সম্পাদক অনুপ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, কবি মাহমুদ হোসেন পিন্টু ও তার পত্নী, প্রথম আলো বগুড়া অফিস, নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা, ৪ আসামির তিন দিনের রিমান্ড

উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ শিক্ষক মাহফুজার মৃত্যু

আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

ডাকসু নির্বাচনে ভোটার হলেন নাহিদ ইসলাম

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২০