নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৫, ০৩:৫১ দুপুর
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ঢাবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল
_original_1755251282.jpg)
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ঢাবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল
ঢাবি প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে ঢাবির বিভিন্ন অনুষদ ও হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।
মন্তব্য করুন